কলকাতা: 'দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়' এমন এক জনপ্রিয় গানের লাইন ৷ কিন্তু এই ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে ৷ বাস্তবে তা অনেকসময় মনখারাপের বিষয় হয়ে দাঁড়ায় ৷ বিশেষকরে প্রিয়জন যখন দূরে থাকেন, তখন সেই সম্পর্ক মজবুত রাখার জন্য কখনও কখনও আলাদা এফর্ট দিতে হয় । এটা বাস্তব ৷ লং ডিসট্যান্স রিলেশনশিপে হঠাৎ প্রয়োজনে সঙ্গীকে কাছে পাওয়া যায় না । ফলে মন খারাপের জায়গা আরও বাড়ে ৷ একাকীত্ব বাড়ে । কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখা জরুরি ।
এছাড়াও লং ডিসট্যান্স রিলেশনশিপে সবথেকে বেশি জরুরি একে অপরের প্রতি বিশ্বাস ৷ এখনকার সময়ে দীর্ঘ দূরত্বের সম্পর্কের প্রাণবন্ততা বজায় রাখা একটি কাজের মতো মনে হতে পারে । তবুও এখন ডিজিটাল যুগে আপনার ভালোবাসাকে একটি সুন্দর মূহুর্ত করে তুলতে পারবেন ৷
ডিজিটাল ডেট:এখন আর সেইদিন নেই ৷ এখন সম্পর্কে মেইলের উপর ভরসা করে থাকতে হয় না ৷ আজ প্রযুক্তি রোম্যান্সকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর ডিজিটাল মাধ্যম সরবরাহ করা হয় । জুম বা ফেসটাইমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন ৷ যেটি নিয়মিত ভিডিয়ো ডেট নির্ধারণ করতে পারবেন । দূরে থেকে একই রেসিপি রান্না, মুভি দেখা এছাড়াও একসঙ্গে অনলাইন গেম খেলার মতো ক্রিয়াকলাপের পরিকল্পনা করে এই ডিজিটাল মিলনকে মশলাদার করতে পারেন ৷