কেউ শিক্ষিকা আবার কেও চিকিৎসক ৷ এইসব বড় পর্দায় দেখা যায় ৷ যা রূপলি পর্দার দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে ৷ তবে বাস্তবে তা সম্পূর্ণ আলাদা ৷ বাংলা সিনেমার অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা জানেন কি ? জেনে নিন, রচনা বন্দোপাধ্যায় থেকে শুরু করে পাওলি দাম তাঁদের আসল জীবনের শিক্ষাগত যোগ্যতা ৷
ঋতুপর্ণা সেনগুপ্ত: বাংলা সিনেমা জগতের জনপ্রিয় মুখ ৷ ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম 7 নভেম্বর, 1970 সালে ৷ 1989 সাল থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন ৷ টলিউডে একসময় দাপিয়ে বেড়িয়েছে প্রসেনজিৎ-ঋতুর জুটি ৷ খুব অল্পবয়সেই চিত্রাংশু নামে একটি শিল্পবিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য ও হাতের কাজে দক্ষতা অর্জন করেন ৷ অভিনেত্রী লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন ।
রচনা বন্দ্যোপ্য়ায়:আসল নাম ঝুমঝুম ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1972 সালে, কলকাতায় ৷ অভিনেত্রী, উদ্যোক্তা, টেলিভিশন উপস্থাপক, রাজনীতিবিদ । তাঁর পরিচয়ের তালিকাটা দীর্ঘ ৷ বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্র ছাড়াও তেলেগু, তামিল এবং কন্নড় চলচ্চিত্রেও কাজে করেছেন তিনি ৷ রুপোলি পর্দার নায়িকা এখন রাজনীতিতেও ৷ হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন । ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি ৷
দেবশ্রী রায়:অভিনেত্রী, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, রাজনীতিবিদ ৷ দেবশ্রীর পরিচয়ের তালিকাও ছোট নয় ৷ জন্ম 1962 সালে 8 অগস্ট ৷ একটা সময় বাংলা সিনেমা জগতে দাপিয়ে কাজ করেছেন ৷ বাবা বীরেন্দ্র কিশোর রায় পশ্চিমবঙ্গ ফিনান্স কর্পোরেশনের কর্মচারী ছিলেন । পার্ক ইংলিশ স্কুলের ছাত্রী ছিলেন দেবশ্রী ৷ নাচের প্রতি ঝোঁক থাকার কারণে যদিও পুঁথিগত বিদ্যা বেশিদূর এগোতে পারেননি ৷
শতাব্দী রায়: অভিনেত্রী, চিত্রপরিচালক ও রাজনীতিবিদ শতাব্দীর জন্ম কলকাতায়, 1969 সালে 5 অক্টোবর ৷ নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম প্রধান মুখ । শতাব্দী সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে 1985 সালে মাধ্যমিক পাশ করেন ৷ তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন ।
শ্রীলেখা মিত্র:জনপ্রিয় অভিনেত্রীর জন্ম দমদমে, 1972 সালে 30 অগস্ট ৷ অভিনয়ের জন্য তিনি বিএফজেএ সম্মান পেয়েছেন । অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে ICSEপাশ করেন । এরপর জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক হন ৷ পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হলেও শেষ করতে পারেননি ৷
স্বস্তিকা মুখোপাধ্যায়: টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ৷ স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি 1979 সালে 14 ডিসেম্বরে জন্মগ্রহণ করেন ৷ কলকাতার কারমেল স্কুল ও সেন্ট তেরেসার মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করার পর গোখলে মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করেন ৷ এরপর জানা যায় তিনি যাদবপুর থেকে স্নাতক হন ৷