কলকাতা:ধনতেরাসের দিনটি সোনা এবং রূপার মতো জিনিস কেনার জন্য খুব শুভ । এছাড়াও, এই দিনে দান করাও আবশ্যক । নাহলে লক্ষ্মী হবে না সদয় । কার্তিক কৃষ্ণের ত্রয়োদশী তিথি অর্থাৎ ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিন হল সম্পদ ও সমৃদ্ধি লাভের দিন । এই বছর ধনতেরাস 29 অক্টোবর মঙ্গলবার পালিত হবে । ধনতেরাসের দিন স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী, ধন কুবের এবং মা লক্ষ্মীর পুজো করা হয় । জেনে নিন, এইদিন কী করবেন ?
এইদি কিছু জিনিপত্র কেনার পাশাপাশি দান করাও শুভ বলে জানান জ্যোতিষী ৷ এই সময় চারিদিকে কেবল আলোর রোশনাই । পরিবারের সকলে মঙ্গল, সুখ-সমৃদ্ধি ও ধনসম্পদ লাভের আশায় ধনদেবতা কুবেরের আরাধনা করেন এই দিন । মূল্যবান ধাতু , সোনা, বাসনপত্র এবং নতুন পোশাক কেনার প্রথা প্রচলিত রয়েছে ।
জ্যোতিষী রাহুল দে বলেন, "এইদিন সোনা বা রুপো কেনা শুভ ৷ এছাড়াও এইদিন গোটা হলুদ ও লবন কেনাও ভালো ৷ দু'টি নারকেলের ঝাড়ু কেনা ভালো ৷ এইদিন মা লক্ষীর পুজো করা প্রয়োজন ও পুজোর সময় মা লক্ষীকে পদ্ম ফুল নিবেদন করুন ৷ এইদিন অনেকেই দেবী ধনলক্ষ্মীর আরাধনা করেন । মা লক্ষ্মী বাড়িতে অধিষ্ঠান করেন তাহলে গৃহস্থের ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায় । ব্যবসায়ীদের কাছেও এই দিন খুবই গুরুত্বপূর্ণ । ধনতেরাসের দিন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালান ৷ ভুল করেও এইদিন কাঁচের বা লোহার জিনিস কেনা উচিত নয় ৷"
জ্যোতিষীর মতে, এইবারের ধনতেরাসের পুজো ও কেনার সময় মঙ্গলবার 6:36 থেকে রাত 8:11 পর্যন্ত ৷ এছাড়াও শেষ হবে 30শে অক্টোবর 1.15 মিনিটে ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)