পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

শীতের মরশুমে কাজ দেবে ইমিউনিটি বুস্টার হিসাবে, গরম গরম খান এক বাটি স্যুপ - GARLIC VEGETABLE SOUP

শীতের আবহাওয়ায় সর্দি-কাশি হলে অর্থাৎ ঠান্ডা লেগে থাকলে কিংবা গলা ব্যথা হলে তখন খাবারে অরুচি হয় ৷ বানিয়ে নিন গার্লিক ভেজিটেবল স্যুপ ৷

GARLIC VEGETABLE SOUP
গার্লিক ভেজিটেবল স্যুপ (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 15, 2025, 10:18 AM IST

Updated : Jan 15, 2025, 10:37 AM IST

শীতকাল এলে প্রথমেই কোন জিনিসটা মনে আসে ? শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ হলে আর কী চাই ৷ তেমনই গরম এবং সুস্বাদু গার্লিক ভেজিটেবল স্যুপ হলে আবার কি ! ঠান্ডার দিনে গরম স্যুপ খেতে কে না পছন্দ করেন ? বিশেষ করে যখন গার্লিক ভেজিটেবল স্যুপের কথা আসে, যা কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী । জেনে নিন, কীভাবে বানাবেন এই স্যুপ ?

উপাদান :

  • 2 টেবিল চামচ জলপাই তেল
  • 1 টি বড় পেঁয়াজ, কুচি করে কাটা
  • 4-5টি রসুনের কোয়া, কুচি করে কাটা
  • 1 ইঞ্চি আদা, কুঁচি করে কাটা
  • 2টি গাজর, কুচি করে কাটা
  • 1টি ক্যাপসিকাম, কুচি করে কাটা
  • 1 কাপ ব্রকলি ফুল
  • 1 কাপ মটরশুঁটি
  • 4 কাপ সবজির স্টক
  • হাফ চা চামচ নুন
  • 1 চা চামচ গোল মরিচ
  • 1 কাপ ফ্রেশ ধনেপাতা কুচি করে কাটা

পদ্ধতি:

গার্লিক ভেজিটেবল স্যুপ তৈরি করতে, প্রথমে একটি বড় সসপ্যানে অলিভ অয়েল গরম করুন । পেঁয়াজ যোগ করে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন ।এবার পেঁয়াজ বাদামি হয়ে এলে রসুন এবং আদা যোগ করে 30 সেকেন্ড ভাজুন । এবার গাজর, ক্যাপসিকাম, ব্রকলি এবং মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করুন । এরপর, সবজি ভাজার পর এতে সবজির স্টক, নুন এবং গোলমরিচ দিন । ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে মাঝারি আঁচে 15-20 মিনিট বা সবজি নরম না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন । এরপর স্যুপটি একটু ঠান্ডা হতে দিন । এরপর এটি একটি ব্লেন্ডারে ঢেলে মসৃণ না হওয়া পর্যন্ত পেষ্ট করে নিন । আপনি চাইলে স্যুপটি একটু ঘন বা পাতলা করতে পারেন । সবশেষে স্যুপটি একটি পাত্রে ঢেলে, ফ্রেশ ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।

Last Updated : Jan 15, 2025, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details