আচার্য চাণক্যের জ্ঞান গোটা বিশ্বে সমাদৃত ৷ প্রাচীন ভারতের এই পণ্ডিত ছিলেন একাধারে দার্শনিক ও কূটনীতিক ৷ চাণক্যের বাণী আজও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ ৷ আবার অনেকেই মনে করেন আচার্য চাণক্যের নীতি মানলে জীবন সহজেই এগিয়ে যায় ৷
নিজের নীতিশাস্ত্রে যে শুধু ব্যবসা-বাণিজ্য, রাজ্য পরিচালনার কথা উপদেশ দিয়েছেন এমনটা নয়, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত কিছু জিনিসের উপরও মতবাদ প্রকাশ করেছেন ৷ যা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য় করে ৷ এইসব উপদেশ বাদেও পুরুষের কোন গুণের প্রতি মহিলারা আকৃষ্ট হন ও কোন গুণ থাকলে মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে, এই সমস্ত ক্ষেত্রেও চাণক্য নিজের মত জানিয়েছেন । আচার্য চাণক্যের মতে জেনে নিন, কোন গুণের পুরুষের প্রতি মহিলারা আকৃষ্ট হন ?
সৎ পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা:চাণক্য মতে, যে পুরুষরা সৎ হন তাঁদের প্রতিই মহিলারা বেশি আকৃষ্ট হন ৷ কীভাবে বোঝেন যে এই পুরুষরা সৎ ৷ সরল মনের পুরুষরা স্বভাবতই শান্ত প্রকৃতির হয়ে থাকেন ৷ তাঁরা তাঁদের কাছের মানুষের কাছে কিছু কথা বা কোনও বিষয় লুকায় না ৷ এই ধরনের পুরুষদের জন্যই সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন ৷ তাই চাণক্য বলে গিয়েছেন এই ধরনের পুরুষরা বেশি আকর্ষনীয় হয়ে থাকেন ফলে মহিলারা এই পুরুষদের সঙ্গেই থাকতে পছন্দ করেন ৷