পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

Chanakya Niti: এই 5 ধরণের মানুষের কাছে আপনার দুঃখ শেয়ার করবেন না

চাণক্য নীতিতে বলা হয় আপনি কাউকে নিজের মনে করলেও কখনও দুঃখের কথা শেয়ার করা উচিত নয় ৷ এরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে ৷

Chanakya Niti
এদের আপনি দুঃখ শেয়ার করবেন না (ইটিভি ভারত)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 28, 2024, 3:58 PM IST

মোর্য যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যের নীতি আজও মেনে চলেন মানুষ ৷ যিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ ৷ চাণক্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন ৷ তাই জীবনে সফলতার পথে কী কী করতে হবে এই বিষয়ে অনেক কিছু উল্লেখ করে গিয়েছেন ৷ যা মানুষে মেনে চলেন ৷

আচার্য চাণক্য জীবন বিষয়ক অনেক উপদেশ দিয়েছেন যা তাঁর নীতি গ্রন্থে উল্লেখ করা হয়েছে ৷ চাণক্য নীতিতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যাদের সঙ্গে দুঃখের কথা বলা উচিত নয় ৷ কারণ আপনি পরে বুঝতে পারবেন এইসব মানুষের কাছে আপনার দুঃখের কথা বলা হলে আপনি পরে অনুতপ্ত বোধ করবেন ৷

চাণক্য নীতি:আপনি কাউকে বন্ধু ভাবছেন ৷ তবে এটি ভুল দিকে যেতে পারে ৷ যা আপনি পরে আপসোস করবেন ৷ এই পাঁচ ধরনের মানুষকে দুঃখের কথা বলা উচিত নয় ৷ পরে বুঝবেন, ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে । কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন কি ?

চাণক্য নীতিতে বলা হয়েছে, যারা সব কিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেওয়া উচিত নয় ৷

আপনার অগ্রগতি বা সাফল্যে অনেকেই খুব ঈর্ষান্বিত হয় ৷ এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে থাকে ৷ চাণক্য নীতি অনুসারে, এই ধরনের মানুষদের কাছে দুঃখের কথা বলা উচিত নয় ৷ এরা আপনাকে সান্ত্বনা দেবে ও ভিতরে আপনার দুঃখে খুশি হবে ৷

চাণক্য নীতি অনুসারে বলা হয় অনেক মানুষ কারও দুঃখ দেখে হাসে ফলে তারা আপনার দুঃখ নিয়েও হাসবে ৷ অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দা করবে ও দুঃখ নিয়ে মজা করবে ৷

যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন ৷ কথাতেই আছে যে সবার বন্ধু সে কারও নয় ৷ ফলে এইধরনের মানুষদের কাছে আপনার দুঃখের কথা কখনওই বলবেন না ৷ সে আপনার গোপন কথা সবার সঙ্গেই শেয়ার করতে পারে ৷ ফলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে ৷

অনেকেই আছে যারা শুধু নিজের কথা ভাবে, অন্যের ভালো-মন্দ নিয়ে চিন্তিত নয় ৷ এই ধরনের মানুষ কাউকে পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে ৷ চাণক্য নীতি মতে এদের কখনও কিছু শেয়ার করা উচিত নয় ৷ কারণ নিজের ছাড়া অন্য কারও কথা বোঝে না ৷

আবার অনেকে আছে কিছু না বুঝে খুব বেশি কথা বলে ৷ এই রকম লোক থেকে দূরে থাকুন ৷ এদের থেকে সাবধান ৷ নিজের ব্যক্তিগত কোনও দুঃখ কখনওই শেয়ার করবেন না ৷ কারণ এদের ভালোভেবে বললে নেতিবাচকভাবে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ABOUT THE AUTHOR

...view details