পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

10 ফুটের মুকুট, বাগবাজার সর্বজনীনের মা এবার হাওয়া মহলে - DURGA PUJA PARIKRAMA 2024

প্রতিমার মুখ দেখলে মন জুড়িয়ে যায় ৷ ভক্তিতে আপনিই হাত জোড় করে মাথা নত হয়ে আসে ৷ এমনই সাবেকিয়ানা প্রতিমা বাগবাজার সর্বজনীনে ৷

BAGHBAZAR SARBOJONIN DURGA PUJA
বাগবাজার সর্বজনীনের সাবেকি প্রতিমা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 10:56 PM IST

কলকাতা, 9 অক্টোবর: বোধনের প্রায় তিনদিন আগে থেকেই ভিড় জমতে শুরু করেছিল । বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় সেই ভিড়ের মাত্রা দ্বিগুণ কলকাতার প্রাচীন সর্বজনীন দুর্গোৎসব বাগবাজারে । বিপ্লবের আঁতুড়ঘর ছিল বাগবাজার ।

এই পুজোতে একটা সময় চাঁদা দিতেন নেতাজি সুভাষচন্দ্র বসু । 106 বছরে পদার্পণ করা বাগবাজারের সাবেকিয়ানার পুজোতে এবারের মূল আকর্ষণ হল প্রতিমার মুকুট । রাজস্থানের হাওয়া মহলের আদলে তৈরি হয়েছে মণ্ডপ ।

বাগবাজার সর্বজনীনের পুজো মণ্ডপ (ইটিভি ভারত)

বাগবাজরের এবারে দেবী দুর্গার মুকুটের উচ্চতা প্রায় 10 ফুট । নদিয়ার কৃষ্ণনগরের মাঝেরপাড়ার রাজকুমার কর এই মুকুট তৈরি করেছেন । তিনি গত চার বছর ধরে বাগাবাজারের প্রতিমার মুকুট তৈরি করে আসছেন । এবারের মুকুট তৈরি করতে রাজকুমারের প্রায় 2 মাস সময় লেগেছে বলে পুজো কমিটি সূত্রে খবর ।

বাগবাজার সর্বজনীনের প্রতিমার মুকুট এবার 10 ফুটের (ইটিভি ভারত)

কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে যাদের নামডাক আছে তা হল বাগবাজার সার্বজনীন । ইতিহাস বলছে, কলকাতার প্রাক্তন মেয়ের নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ-সহ বিশিষ্টরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন ৷ 1930 সালে কলকাতার মেয়র সুভাষচন্দ্র বসু ও কলকাতা পুর অল্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বাগবাজার সর্বজনীনের পুজো বড় আকার ধারণ করে । যদিও পুজোর শুরুটা তারও বছর দশেক আগে ।

হাওয়া মহলের আদলে বাগবাজার সর্বজনীনের পুজো মণ্ডপ (ইটিভি ভারত)

1919 সালে স্থানীয় নেবুবাগান লেন এবং বাগবাজার স্ট্রিটের মোড়ে 55 নম্বর বাগবাজার স্ট্রিটে পুজো শুরু হয়েছিল । তখন নাম ছিল নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো ৷ তখন পুজোতে লাঠি খেলা-সহ একাধিক সংস্কৃতিক অনুষ্ঠানও হত । এখন আর সেসব হয় না ৷ তবে প্রাচীনত্ব ও সাবেকিয়ানার টানে আজও মানুষ ভিড় জমান বাগবাজারের মায়ের দরবারে ৷

ABOUT THE AUTHOR

...view details