পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভয়াবহ! আজও বিশুদ্ধ পানীয় জল পান না পৃথিবীর 220 কোটি মানুষ - World Water Day 2024 - WORLD WATER DAY 2024

World Water Day 2024: আমরা সকলেই জানি জীবনের অপর নাম জল ৷ কিন্তু, সেই জলের যথেচ্ছ অপব্যবহার ও অপচয় আজ, সেই জীবনধারাকে বিপন্ন করে দিয়েছে ৷ পৃথিবী 2.2 বিলিয়ন অর্থাৎ, 220 কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পান না ৷ বিশ্ব জল দিবসে যা হাড়হিম করা সত্য ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:39 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ: 1993 সাল থেকে প্রতি বছর 22 মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করে রাষ্ট্রসংঘ ৷ যা পানীয় জলের গুরুত্বকে বোঝানোর জন্য পালন করা হয় ৷ মানুষ দ্বারা পরবর্তিত জলবায়ুর কারণে বিশ্ব উষ্ণায়নের কারণে পানীয়, রান্না এবং পরিচ্ছন্নতার জন্য বিশুদ্ধ জল বহু মানুষের জীবনে অপ্রতুল হয়ে উঠছে ৷ আর তাই আজকের এই দিনটির গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে গিয়েছে বিশ্বের বহু অংশে ৷ যেখানে ভারতেরও মতো দেশও রয়েছে ৷ যার বহু প্রত্যন্ত অঞ্চলে জলের কষ্ট পোহাতে হয় মানুষকে ৷

বিশ্বের 2.2 বিলিয়ন বা 220 কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পায় না ৷ যা খুবই দুর্ভাগ্যের ৷ তাই 22 মার্চ বিশ্ব জল দিবস পালন করার উদ্দেশ্য, বিশ্বের প্রতিটি মানুষকে প্রতিটি বিন্দু জলের গুরুত্ব বোঝানো ৷ যেখানে বিশ্বব্যাপি জলের যে অপ্রতুলতা দেখা দিয়েছে, তা রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়াই লক্ষ্য রাষ্ট্রসংঘের ৷ বিশ্ব জল দিবসের মূল লক্ষ্য হল দীর্ঘস্থায়ী ষষ্ঠ উন্নয়নমূলক নীতিতে সমর্থন করা ৷ যা হল, 2030 সালের মধ্যে সকলের জন্য জল এবং পরিচ্ছন্নতা ৷

বিশ্ব জল দিবস 2024-এর থিম

প্রতিবছর ইউএন-ওয়াটার অর্থাৎ, রাষ্ট্রসংঘের জল সংরক্ষণ ও পরিচ্ছন্নতার লক্ষ্যে তৈরি একটি প্রতিষ্ঠান, যারা বিশ্ব জল দিবসের থিম তৈরি করে ৷ 2023 সালে তাদের লক্ষ্য ছিল, এই বদলের (সচেতনতা) গতিকে আরও তীব্র করা ৷ আর 2024 সালে এর থিম করা হয়েছে, 'শান্তির জন্য জলের ব্যবহার' ৷

কেন আমাদের জল বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া দরকার ?

বিশুদ্ধ পানীয় জল পাওয়া বিশ্বের সকল মানুষের একটি মৌলিক মানবাধিকার ৷ তবুও, শত কোটি মানুষ বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা ছাড়াই বসবাস করে চলেছে ৷ যা খুবই সন্তপর্ণে পরিচালিত হয়ে চলেছে ৷ এর খুবই খারাপ প্রভাব মনুষ্য জীবন ও সমাজের উপর পড়ছে ক্রমাগত ৷ একটি সুস্থ জলচক্র একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার মূলে রয়েছে ৷ যা লিঙ্গ সমতা নিশ্চিত, ক্ষুধা নির্মূল, সুস্বাস্থ্য প্রদান, শিক্ষা এবং জীবিকা রক্ষা করে একটি দীর্ঘস্থায়ী উন্নয়নকে সুনিশ্চিত করে ৷ সেই সঙ্গে বাস্তুতন্ত্রকে রক্ষা করে চলেছে ৷

জলবায়ু পরিবর্তনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জল ৷ জল নিয়ে সঠিক প্রশাসনিক নীতি না থাকলে, বিভিন্ন ক্ষেত্রে মধ্যে জলের জন্য প্রতিযোগিতা বাড়বে ৷ বিভিন্ন ধরনের জলের সংকট আরও বাড়তে থাকবে ৷ ফলে জল নির্ভর সেক্টরের বিস্তৃত পরিসরে জরুরি অবস্থা তৈরি হতে পারে ৷

আরও পড়ুন:

  1. 7 দিন সময়, বেঙ্গালুরুতে জল সংকট না-মিটলে বিক্ষোভের হুঁশিয়ারি বিজেপি সাংসদের
  2. ত্বকে প্রাকৃতিক আভা পেতে স্নানের জলে মেশাতে পারেন এইগুলি
  3. এই গুলি খাওয়ার পরই জল খাবেন না ? হতে পারে বিপদ

ABOUT THE AUTHOR

...view details