পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মর্মান্তিক! ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ডুবল নৌকা; শুরু উদ্ধারকার্য - Rohingya Muslim Migrants

Boat carrying Rohingya Muslim Migrants capsizes: রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে ডুবে গেল নৌকা ৷ ছ’জনকে উদ্ধার করা গেলেও এখনও নিঁখোজ বাকিরা ৷ চলছে উদ্ধারকার্য ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Mar 20, 2024, 5:06 PM IST

Updated : Mar 20, 2024, 8:26 PM IST

বান্দা আচে (ইন্দোনেশিয়া), 20 মার্চ: রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ডুবে গেল নৌকা ৷ সংবাদসংস্থা এপি সূত্রে খবর, দুর্ঘটনার সময় নৌকাটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ৷ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তরভাগের শেষপ্রান্ত আচে প্রদেশে ৷ এটি কুয়ালা বুবোন বিচ থেকে 16 মাইল দূরে ৷ কুয়ালা বুবোনের স্থানীয় কিছু জেলে ঘটনাটি দেখতে পেয়ে ছ’জন রোহিঙ্গাকে উদ্ধার করেছেন ৷ এই মুহূর্তে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে ৷ এখনও পর্যন্ত ঘটনায় কারও মৃত্যু হয়েছে কি না, তা জানা যায়নি ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

মায়ানমারে নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচাতে প্রায় 7 লক্ষ 40 হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পুনর্বাসিত করা হয়েছে । তারপর ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি ৷ হাজার হাজার মানুষে উপচে পড়ছে বাংলাদেশের শরনার্থী শিবিরে ৷ ওই শিবির থেকে প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে রোহিঙ্গারা ৷ ইন্দোনেশিয়ায় গত বছরের নভেম্বর থেকেই শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গত বছর প্রায় 4,500 রোহিঙ্গা মায়ানমার এবং প্রতিবেশী বাংলাদেশে শরণার্থী শিবির থেকে পালিয়ে গিয়েছেন ৷ এর মধ্যে 569 জন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দিতে গিয়ে মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। 2014 সালের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা । 2022 সালে 3 হাজার 500 জন রোহিঙ্গা বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর পেরনোর চেষ্টা করেছিল ৷ আগের বছরের তুলনায় তা 360 শতাংশ বেশি ৷ কমপক্ষে 348 জনের মৃত্যু হয়েছিল ৷

অন্যদিকে, মায়ানমারে নিরাপদে ফিরে আসাও কার্যত অসম্ভব ৷ কারণ তাদের উপর হামলাকারী সামরিক বাহিনী 2021 সালে মায়ানমারের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে । ফলে রোহিঙ্গা সংকটের এখনও উত্তর নেই ৷

আরও পড়ুন:

  1. জঙ্গি দমন শাখার অভিযানে যোগীর রাজ্যে ধৃত 83 জন রোহিঙ্গা
  2. 'ঝড়ে, ঢেউয়ে নৌকা ডুবে যাচ্ছে', রোহিঙ্গাদের কান্না শুনেও শোনে না দুনিয়া
  3. ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার
Last Updated : Mar 20, 2024, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details