ওয়াশিংটন, 6 নভেম্বর: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা শুরু ৷ সুইং স্টেটের 2টিতে জয় ছিনিয়ে নিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় কমলা হ্যারিসকে চেক মেট দিলেন তিনি ৷ অন্যদিকে, 8টি সুইং স্টেটের বাকি 4টিতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷
অ্য়ারিজোনা, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন তিনি ৷ সুইং স্টেটের পাশাপাশি ফ্লোরিডাতেও হ্যারিসকে পিছনে ফেলে দিয়েছেন ট্রাম্প ৷ আবার নাব্রাস্কায় ট্রাম্পকে টমকে গিয়েছেন হ্যারিস ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন 247টি ভোটে ৷ আর হ্যারিস 210টি ইলেক্টোরাল ভোটে ৷ তবে চূড়ান্ত ফলাফল আসতে সময় এখনও বাকি ৷ তাই 47তম মার্কিন প্রেসিডেন্ট কে হবেন ? আপাতত সেদিকেই নজর সকলের ৷
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হয় ভোট ৷ দীর্ঘ 4 বছর পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল রিপাবলিকানরা ৷ অন্যদিকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে জয়ী হয়েছেন 38 বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রহ্মণ্যম ৷ তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি ৷ এদিকে সমর্থিত প্রার্থী জয়ের পথে এগিয়ে যেতেই আনন্দিত এক্স-র মালিক ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷
হোয়াইট হাউজের ক্ষমতা দখলে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 270টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে ৷ আর এখানেই সকলের চোখ আমেরিকার আটটি সুইং স্টেটের দিকে। আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন নির্বাচনী ইতিহাস অনুযায়ী, প্রায় প্রতিটি প্রদেশ একই প্রার্থীকে বেছে নেয় ৷ তবে আটটি সুইং স্টেটের ক্ষেত্রে এই ট্রেন্ড কাজ করে না ।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন ৷ শেষ পর্যায়ের প্রচারে তাই এই সমস্ত প্রদেশের ভোটারদের মন জয়ে একচুলও জায়গা ছাড়েননি হ্যারিস বা ট্রাম্প কেউই ৷