ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি:ফ্রান্স সফর শেষ করে ভারতীয় সময় বুধবার রাতে আমেরিকায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসি-র হোয়াইট হাউসে পৌঁছতেই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বুকে টেনে নিয়ে মোদিকে বলেন, আপনাকে অনেক মিস করেছি ৷ সেইসঙ্গে উপহারস্বরূপ একটি বইও তুলে দেন মোদির হাতে ৷ কী রয়েছে সেই বইয়ে ? তার ভিডিয়ো এল প্রকাশ্যে ৷
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, ডোনাল্ড ট্রাম্প যে লালরঙা বইটি উপহার দিয়েছেন তাতে লেখা, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আপনি গ্রেট।" সেখানে সই করেছেন ট্রাম্প। এই ছবি এক্সে পোস্ট করেছেন মোদি। বইটির প্রচ্ছদে লেখা রয়েছে, 'আওয়ার জার্নি টুগেদার' অর্থাৎ 'আমাদের একসঙ্গে পথচলা' ৷
ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনার ছবি সংকলিত রয়েছে এই বইতে। মোদির সঙ্গে একাধিক সাক্ষাতের ছবিও রয়েছে। সস্ত্রীক ট্রাম্প ভারতে এসে ছবি তুলেছিলেন তাজমহলের সামনে। মোদিকে দেওয়া বইটিতে রয়েছে সেই ছবিও ৷
ডোনাল্ড ট্রাম্প লালরঙা বইটি উপহার দিয়েছেন মোদিকে (এএনআই) শুধু তাই নয়, ওই বইটিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার ছবিও মেলে ধরা হয়েছে। এক, 'হাওডি মোদি', দুই, 'নমস্তে ট্রাম্প'। এই দু'টি অনুষ্ঠান হয়েছিল যথাক্রমে আমেরিকা এবং ভারতে। উল্লেখ্য, 2019 সালে হাউস্টনে 'হাউডি মোদি' অনুষ্ঠান হয়। সেই ফুটবল স্টেডিয়ামে আমেরিকায় বসবাসকারী 60 হাজার ভারতীয় উপস্থিত হয়েছিলেন।
বইটিতে দুটি উল্লেখযোগ্য ঘটনার ছবিও মেলে ধরা হয়েছে (এএনআই) অন্যদিকে, 2020 সালে মার্কিন প্রেসিডেন্টকে আমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে স্টেডিয়ামে 1 লক্ষ 50 হাজার দর্শক যে শ্রদ্ধা জানিয়েছিলেন, তা তুলে ধরেছেন ট্রাম্প ৷
মোদি সাক্ষাতের পর ট্রাম্পের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে 'বিশেষ বন্ধন' সত্যিই প্রশংসনীয় ৷ মার্কিন প্রেসিডেন্ট বলেন, "দুই দেশেরই সম্পর্ক আরও জোরদার করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে পেরে আমি রোমাঞ্চিত।"
তিনি আরও বলেন, "5 বছর আগে আমরা আপনার সুন্দর দেশে বেড়াতে গিয়েছিলাম ৷ তা একটা অবিশ্বাস্য সময় ছিল। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে ।"