পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারত-মার্কিন সম্পর্ক এতটাও গভীর নয় যে তার অপব্যবহার করা যাবে, বললেন মার্কিন রাষ্ট্রদূত - India US Relationship - INDIA US RELATIONSHIP

India-US Relationship: চলতি সপ্তাহের শুরুতে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সেই নিয়ে নয়াদিল্লিকে বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য়ে সম্পর্ক এতটাও গভীর নয় যে তার অপব্যবহার করা যাবে ৷

US ambassador Eric Garcetti
মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 1:21 PM IST

নয়াদিল্লি, 12 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের একদিন পরে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই নিয়ে বার্তা দিয়েছেন ৷ তিনি সরাসরি মোদির রাশিয়া সফরের সমালোচনা করেননি ৷ বরং প্রসঙ্গ তুলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৷ তাঁর মতে, ভারত-মার্কিন সম্পর্কের ব্যপ্তি আগের চেয়ে আরও বেড়েছে ৷ কিন্তু সেটা এতটাও গভীর নয় যে তার অপব্যবহার করা যাবে ৷

বৃহস্পতিবার তিনি হাজির ছিলেন ভারত-মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব কনক্লেভে ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "যেমন আমি আমার ভারতীয় বন্ধুদেরও মনে করিয়ে দিচ্ছি, যদিও এই সম্পর্ক প্রশস্ত এবং আগের চেয়ে গভীর ৷ কিন্তু এটা এখনও যথেষ্ট গভীর নয় যে ভারতের তরফ থেকে আমেরিকার সঙ্গে এর অপব্যবহার করা যেতে পারে ৷ আমি অনেক প্রতিরক্ষা লড়াই করব এই সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করার জন্য ৷"

হুঁশিয়ারি দিয়েও তিনি থামেননি ৷ বরং আরও বলেছেন, "আমি সম্মান করি যে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন পছন্দ করে ৷ কিন্তু সংঘাতের সময় কৌশলগত স্বায়ত্তশাসন বলে কিছু থাকে না । সংকটের মুহূর্তে আমাদের একে অপরকে জানতে হবে । আমরা এই সম্পর্ককে কী নাম দিয়েছি, তাতে আমার কিছু যায় আসে না ৷ কিন্তু আমাদের জানতে হবে যে আমরা বিশ্বস্ত বন্ধু… যে পরের দিন প্রয়োজনের সময় একসঙ্গে কাজ করতে হবে ৷ আমরা একে অপরের সরঞ্জাম সম্বন্ধে জানব৷ আমরা একে অপরের প্রশিক্ষণের ধরন জানি ৷ আমরা একে অপরের সিস্টেম সম্বন্ধে জানব এবং আমরা একে অপরকে মানুষ হিসেবেও জানব ।"

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, "কোনও যুদ্ধ নয়, আমাদের কেবল শান্তির পক্ষে দাঁড়ানো উচিত নয় । যারা শান্তিপূর্ণ নিয়মে চলবে না, আমাদের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, যাতে তাদের যুদ্ধের মনোভাব অবিচ্ছিন্নভাবে চলতে না পারে ৷ এটা এমন বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতকে একসঙ্গে জানতে হবে । আমাদের মাথা ও হৃদয় একত্রিত হয়ে আছে ৷ কিন্তু প্রশ্ন হল দু’টি দেশ কি তাদের পদক্ষেপ একত্রিত করতে পারবে ? যার ফলে পারস্পরিক আস্থা আরও গভীর হবে এবং এই মুহূর্তের নিরাপত্তা সংক্রান্ত হুমকির সঙ্গে মোকাবিলা করার ফলাফল দেবে ।"

মার্কিন বিদেশ দফতর ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে । এর আগে গারসেট্টি জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে, যাতে রাশিয়ার কাছ থেকে জবাবদিহি আদায় করা যায় ৷ উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকা উভয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখে খুশি হয়নি । উভয়পক্ষই বিশ্বাস করে যে ইউক্রেন আক্রমণের ফলে ইউরোপে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন দায়ী ।

ABOUT THE AUTHOR

...view details