মস্কো, 5 মে: দুবছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ৷ 2022 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ যুদ্ধের সূচনা করেছিল রাশিয়া ৷ সময়ের সঙ্গে সঙ্গে মারাত্মক রূপ নিয়েছে সেই যুদ্ধ ৷ সেই রাশিয়ার যুদ্ধোপরাধীর তালিকায় নাকি নাম রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তাঁর উত্তরসূরী পেত্রো পোরোশেনকোর ৷ তালিকায় রয়েছে ইউক্রেন সেনার কমান্ডর জেনারেল ওলেকসান্দার পাভলিউকের নামও ৷ তাঁদের সকলের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে ৷
শনিবার 'মিডিয়াজোনা' নামক এক রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে জেলেনস্কি এবং পোরোশেনকোর নাম রয়েছে এই তালিকায় ৷ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও অভিযোগ শিকার করেনি ভ্লাদিমির পুতিনের সরকার ৷ অন্যদিকে, রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের কোনও সত্যতা নেই বলে সাফ জানিয়েছে ইউক্রেন ৷ শনিবার দেশের বিদেশমন্ত্রকের তরফে অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানান হয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে মিথ্যা ৷ ক্ষমতা প্রদর্শনের জন্য ভুয়ো প্রচার চালাচ্ছে রুশ সরকার ৷