লাহোর/করাচি, 18 ফেব্রুয়ারি: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ বাইরে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন ৷ 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ এই নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ ৷ এর বিরুদ্ধে রবিবার পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখালেন পিটিআই সমর্থকরা ৷
লাহোরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা শনিবার লাহোর প্রেসক্লাব এবং দলের জেল রোড অফিসের বাইরে প্রতিবাদে সামিল হন ৷ বিক্ষোভকারীরা তাঁদের থেকে চুরি করা ভোট পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেয়। তাঁরা সংশোধিত ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে একটি বিশেষ ফর্ম পূরণ করেন। সেই অনুসারে ভোট গণনা হয়। সেই ফলই প্রকাশের দাবি উঠেছে।
বিক্ষোভের সময় পিটিআই-সমর্থিত প্রার্থী সলমন আকরাম রাজাকে গ্রেফতার করে রেসকোর্স থানায় নিয়ে যাওয়া হয় । তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে । সোশাল মিডিয়ায় প্রতিবাদ সর্মসূচির ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, সলমন আকরাম জেল রোডে পিটিআই-এর অফিসের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন ৷ পুলিশ আধিকারিকরা সেখান থেকে আইনজীবীকে টেনে নিয়ে যান। পিটিআইয়ের আরেক প্রার্থী আলী ইজাজ বাটারকেও গ্রেফতার করা হয়েছে ৷ সঙ্গে মহিলা এবং একটি শিশুকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
পঞ্জাবের অনেক শহরে আন্দোলনকারীরা জড়ো হওয়ার আগেই সেখানে পৌঁছে যায় পুলিশ। পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা, প্রার্থী, কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয় । পিটিআই কর্মী ও সমর্থকরা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে জড়ো হয়েছিলেন ৷ তাঁরা স্লোগান দিতে থাকেন। করাচিতেও শত শত পিটিআই কর্মী এবং সমর্থকরা শহরের সদর এলাকায় নির্বাচন কমিশনের দফতরের বাইরে জড়ো হয়েছিলেন। বিক্ষোভকারীরা ভোটে কারচুপির বিরুদ্ধে স্লোগান দেন।
আরও পড়ুন:
- পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য আয়ুব খানের নাতি ওমর আয়ুবের নাম প্রস্তাব ইমরান খানের দলের
- পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা
- জেলে থেকেও পাকিস্তানের কুর্সির দৌড়ে এগিয়ে ইমরান, আত্মবিশ্বাসী নওয়াজ