পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতীয় হাইকমিশনে মিছিল বিএনপির, আটকাল পুলিশ - BANGLADESH UNREST

ঢাকায় ভারতীয় হাইকমিশন চত্বরে মিছিল করল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। ভারতের বিদেশ সচিবের সফররে আগেই এই অভিযান অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ।

Bangladesh Unrest
ভারতের হাইকমিশনে বিএনপি সমর্থক ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিক্ষোভ (ছবি সৌজন্যে এপিটিএন)

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 9:30 PM IST

ঢাকা, 8 ডিসেম্বর: দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতির জেরে সোমবার বাংলদেশে আসছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ৷ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। তার আগের দিন অর্থাৎ, রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন চত্বরে মিছিল করল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ৷ সঙ্গে ছিলেন দলের তিনটি যুব ও ছাত্র সংগঠনের হাজার হাজার সদস্য ৷

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির হাজার হাজার সমর্থক ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করলেও পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে তাদের বাধা দেয়। বিএনপি সমর্থকরা স্লোগান দেয়, "দিল্লি না ঢাকা ? ঢাকা, ঢাকা ! ভারতের দালালরা, সাবধান, সাবধান !" তাদের সঙ্গে ব্যানারও ছিল ৷ যাতে লেখা ছিল, "আমাদের বিদেশে বন্ধু আছে, কিন্তু মাস্টার নয় ৷" বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের তিনটি সহযোগী সংগঠনের 6 নেতার একটি দলকে হাইকমিশনে চিঠি দেওয়ার অনুমতি দেয় ।

ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনে বিএনপির সমর্থকদের বিক্ষোভ (ছবি সৌজন্যে এপিটিএন)

বিক্ষোভকারীদের বক্তব্য, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে ভারত ৷ হাসিনা 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। তাঁর দল ফের ক্ষমতায় ফিরে আসার জন্য লড়াই করছে ৷ প্রসঙ্গত, বিএনপি সর্বশেষ 2001-2006 সালে জামাত-ই-ইসলামী দলের সঙ্গে জোট সরকার গড়ে বাংলাদেশ শাসন করেছিল ।

হাসিনার অনুপস্থিতিতে খালেদা জিয়ার দলই প্রধান শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছে ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করছে আগামী নির্বাচনে তারা আগের থেকে ভালো ফল করার জায়গায় রয়েছে। অন্যদিকে, আছেন হাসিনা ৷ তাঁর দল দীর্ঘদিন সরকার চালিয়েছে। ভারতও তাঁকে বিশ্বস্ত বন্ধু হিসেবে অত্যন্ত সম্মান করে বলেই মনে করে কূটনৈতিক বিশ্ব ৷ এখনও তিনি ভারতেই আছেন। এমনই টালমাটাল পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিবের সফরের ঠিক আগে ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিল খালেদার দল।

তথ্যসূত্র : এপি

ABOUT THE AUTHOR

...view details