পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জনসংখ্যার হার বাড়াতে নয়া ট্রেন চালু দক্ষিণ কোরিয়ায় - South Korea

South Korea Birth Rate: দেশের জন্মহার কমে যাওয়ায় অভিনব উদ্যোগ নিল দক্ষিণ কোরিয়া। যাতায়াতের সময় কমিয়ে দ্রুত সকলকে পরিবারের কাছে পৌঁছে দিতে চালু হল উচ্চগতির ট্রেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 7:31 PM IST

সিওল, 30 মার্চ: দেশের জনসংখ্য়া বাড়াতে একটি উচ্চ গতি সম্পন্ন ট্রেন চালু করল দক্ষিণ কোরিয়া ! রাজধানী সিওল এবং তার আশেপাশের এলাকায় চলবে এই বিশেষ 'গ্রেট এক্সপ্রেস' ৷ জনগণকে সন্তানধারণে উৎসাহী করে তুলতেই অভিনব এই পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার ! উল্লেখ্য়, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে দক্ষিণ কোরিয়ার প্রজনন হারে উদ্বেগজনক হ্রাস পেয়েছে । 2022 সালের তুলনায় জন্মের হার কমেছে প্রায় 8 শতাংশ। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে নতুন ট্রেন চালু হল। তবে এই দুটির মধ্যে সম্পর্ক কী ?

স্থানীয় একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাষ্ট্রপতি ইউন সুক ইওল জিটিএক্সের প্রথম লাইনের একটি অংশের উদ্বোধন করেন ৷ রাজধানীর সুসে এলাকা থেকে স্যাটেলাইট শহর ডংটান পর্যন্ত চলবে ট্রেন ৷ যার ফলে মাত্র 19 মিনিটে পৌঁছে যাওয়া যাবে 80 মিনিটের রাস্তা ৷ এতদিন ধরে সেটাই তো চাইছিল ইওলের সরকার ৷ রাষ্ট্রপতির মতে, প্রতিটি মানুষের পারিবারিক সময় এবং কর্ম-জীবনের মধ্য়ে ভারসাম্য রাখা অতি প্রয়োজন ৷ কিন্তু দূরত্বের কারণে শহরের এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াতের ক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সাধারণ মানুষের ৷ যাতায়াতের সেই সময় কমিয়ে আনতেই নেওয়া হল উদ্যোগ।

যাতায়াতের সময় এত দীর্ঘ হওয়ায় পরিবারের সঙ্গে কাটানোর মতো সময় পাচ্ছেন না অনেকে ৷ বিষয়টিকে মাথায় রেখে সম্প্রতি বৃহত্তর সিওল এলাকায় বসবাসকারীদের জন্য যাতায়াতের সময় 30 মিনিটের পরিসরে কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি মতই জিটিএক্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইওল সরকার ৷ শুধু সময় নয় সন্তানধারণের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াবাসীর অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থও ৷ তবে জিটিএক্স চালু হওয়ায় সেই চিন্তাও কমে যাবে দেশবাসীর বলে দাবি সরকারের ৷

বিশেষজ্ঞদের মতে, জন্মহার এমন থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার 51 মিলিয়ন জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে । তথ্যানুসারে, দক্ষিণ কোরিয়ার গড় মহিলা এখন তার সারাজীবনে মাত্র 0.72 টি সন্তানের জন্ম দেয় 2022 সালে যা ছিল 0.78 শতাংশ । দ্রুত এই সমস্য়ার সমাধান না করা হলে 2024 সালের মধ্যে আরও 0.68 শতাংশে নেমে যেতে পারে প্রজনন হার ৷ জন্মের এই তীব্র হ্রাস দেশের সামাজিক, অর্থনৈতিক এবং নীতিগত বিষয়ে যথেষ্ট খারাপ প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন:

  1. পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ফের মৃত পাঁচ চিনা নাগরিক-সহ 6
  2. কর্মশক্তির প্রতি অবহেলা দেশকে 'ভিক্ষিত ভারতে' পরিণত করবে

ABOUT THE AUTHOR

...view details