সিওল, 30 মার্চ: দেশের জনসংখ্য়া বাড়াতে একটি উচ্চ গতি সম্পন্ন ট্রেন চালু করল দক্ষিণ কোরিয়া ! রাজধানী সিওল এবং তার আশেপাশের এলাকায় চলবে এই বিশেষ 'গ্রেট এক্সপ্রেস' ৷ জনগণকে সন্তানধারণে উৎসাহী করে তুলতেই অভিনব এই পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার ! উল্লেখ্য়, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে দক্ষিণ কোরিয়ার প্রজনন হারে উদ্বেগজনক হ্রাস পেয়েছে । 2022 সালের তুলনায় জন্মের হার কমেছে প্রায় 8 শতাংশ। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে নতুন ট্রেন চালু হল। তবে এই দুটির মধ্যে সম্পর্ক কী ?
স্থানীয় একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাষ্ট্রপতি ইউন সুক ইওল জিটিএক্সের প্রথম লাইনের একটি অংশের উদ্বোধন করেন ৷ রাজধানীর সুসে এলাকা থেকে স্যাটেলাইট শহর ডংটান পর্যন্ত চলবে ট্রেন ৷ যার ফলে মাত্র 19 মিনিটে পৌঁছে যাওয়া যাবে 80 মিনিটের রাস্তা ৷ এতদিন ধরে সেটাই তো চাইছিল ইওলের সরকার ৷ রাষ্ট্রপতির মতে, প্রতিটি মানুষের পারিবারিক সময় এবং কর্ম-জীবনের মধ্য়ে ভারসাম্য রাখা অতি প্রয়োজন ৷ কিন্তু দূরত্বের কারণে শহরের এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াতের ক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে সাধারণ মানুষের ৷ যাতায়াতের সেই সময় কমিয়ে আনতেই নেওয়া হল উদ্যোগ।