লন্ডন, 5 অগস্ট: বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ৷ আর তারপরই প্রকাশ্যে বিবৃতি দিয়ে তাঁর রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করেছেন পুত্র সজিব ওয়াজেদ জয় ৷
সোমবার বিকেলে শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক ভিডিয়ো সাক্ষাৎকারে বলেন, "মা আর রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না ৷ তিনি পরিবারের চাপেই নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন ৷" 76 বছর বয়সি হাসিনা তাঁর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের মধ্যেই এদিন দুপুরে পদত্যাগ করেন ৷ এরপরই তিনি তড়িঘড়ি ভারতে চলে আসেন ৷ অনেকেরই দাবি, ভারত থেকে লন্ডনের উদ্দেশে যেতে পারেন হাসিনা ৷
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, হাসিনা রবিবার থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন ৷ তাঁর পরিবারের সদস্যরা জোর করে অনুরোধ করার পরে নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন। এদিন ওয়াজেদ জয় আরও জানান, তাঁর মা 15 বছর ধরে বাংলাদেশকে শাসন করেছেন ৷ জয়ের কথায়, " কঠোর পরিশ্রমের পরেও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখে মা খুবই হতাশ"। তিনি বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন এটি ছিল একটি ব্যর্থ রাষ্ট্র ৷ ছিল একটি গরীব দেশ। কিন্তু এখন অবস্থা বদলেছে ৷ এর আগে পর্যন্ত বাংলাদেশ এশিয়ার একটি উদীয়মান বাঘ হিসাবে বিবেচিত হত। কিন্তু এই ঘটনার পর মা খুব হতাশ।"
হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের কয়েকদিন পর পুলিশ, ছাত্র, বিক্ষোভকারীদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষে মোড় নেয় ৷ 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ গত 15 দিনের মধ্যে অন্তত 300 জন নিহত হয়েছে হিংসায়। সরকার কঠোর হাতে বিক্ষোভকারীদের মোকাবিলা করেছে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে জয় বলেন, "গতকাল 13 জন পুলিশ কর্মীদের পিটিয়ে মেরেছে ওরা ৷ সুতরাং যখন জনতা পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন ?" আন্দোলনকারীরা বিতর্কিত কোটা পদ্ধতির অবসানের দাবি জানিয়েছিল যেটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা প্রবীণদের আত্মীয়দের জন্য 30 শতাংশ সরকারি চাকরি সংরক্ষিত ছিল।
(সংবাদ- সূত্র পিটিআই)