হায়দরাবাদ, 6 নভেম্বর: দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য রাষ্ট্রনেতারা ৷ শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷ আওয়ামী লিগের এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে ৷
পোস্টে লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লিগের সভাপতি শেখ হাসিনার অভিনন্দন ৷ এই বিপুল জয়ই তাঁর (ডোনাল্ড ট্রাম্প) অনন্য সাধারণ নেতৃত্ব গুণের পরিচায়ক। আমেরিকার মানুষ যে তাঁর উপর ভরসা করেছেন তার প্রমাণও বটে ৷ ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ট্যাগ করে লেখা হয়, ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একাধিক বৈঠক হয়েছিল ৷
হাসিনা আশা করেন, ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে ৷ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুস্তরীয় স্বার্থগুলি এগিয়ে নিয়ে যেতে তিনি একসঙ্গে কাজ করতে চান ৷ তিনি নির্বাচিত প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। এই আনন্দের দিনে শুভেচ্ছাও জানিয়েছেন ৷ আমেরিকাবাসীর জীবনে যেন শান্তি, উন্নত এবং সমৃদ্ধির গতি বজায় থাকে সেই কামনা করেছেন হাসিনা ৷
শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয়ে নেওয়ার পর 8 অগস্ট নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ইউনুসের সঙ্গে জো বাইডেন প্রশাসনের সম্পর্ক খুবই ভালো ৷ সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন তিনি ৷ সেখানে বাইডেন তাঁকে জড়িয়ে ধরেন, এমন ছবিও ক্যামেরাবন্দি হয়েছে ৷ এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাংলাদেশ-নীতি কী হয় সেদিকে তাকিয়ে সকলে।