পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ায় কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান ! মৃত 2, আহত 18 - PLANE CRASHES INTO CALIFORNIA

অন্ততপক্ষে 200 জন যাত্রী নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ে ৷ মৃত ও আহতরা সকলেই যাত্রী নাকি তাঁরা ওই কারখানাতেই ছিলেন তা এখনও জানা যায়নি ৷

PLANE CRASHES INTO BUILDING
বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 11:03 AM IST

ক্যালিফোর্নিয়া, 3 জানুয়ারি:উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি ! বিমানটি কারখানাতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজ হয় ৷ যার জেরে কেঁপে ওঠে পুরো এলাকা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 2 জনের ৷ পাশাপাশি আহত হয়েছেন 18 জন ৷ জানা গিয়েছে, ওই বিমানটি ফুলারটন শহরে যখন ভেঙে পড়ে তাতে 200 জন যাত্রী ছিলেন ৷ আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ ৷ ফুলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস জানান, মৃত ও আহতরা সকলেই যাত্রী নাকি তাঁরা ওই কারখানাটিতেই ছিলেন তা এখনও জানা যায়নি ৷ ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware-এর মতে, বৃহস্পতিবার ডিজনিল্যান্ড থেকে মাত্র ছয় মাইল (10কিলোমিটার) দূরে অবস্থিত অরেঞ্জ কাউন্টির ফুলারটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দর থেকে উড়ানের 2 মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। কারখানার ছাদের উপর বিমানটি ভেঙে পড়তেই আগুন ধরে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightAwareএর মতে, বিমানটি আকারে ছোট। গতবছর 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে ৷ স্থানীয় সংবাদমাধ্যম ও প্রশাসনের তথ্য অনুযায়ী, বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসেছিল ৷ ওই দুর্ঘটনায় 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ বাকি 179 জনের মৃত্যু হয় ৷ পাশাপাশি, গতবছর 25 ডিসেম্বর, বড়দিনে কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 38 জনের ৷ আহত অবস্থায় উদ্ধার হন আরও 28 জন ৷ আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানটি কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরে ভেঙে পড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details