পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পঞ্জাবের মুখ্য়মন্ত্রী নির্বাচনে ‘সমান্তরাল’ অধিবেশনের ডাক ইমরান খানের দলের - Imran Khan

Pakistan Punjab Assembly: গত শনিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মরিয়ম নওয়াজ ৷ কিন্তু নওয়াজ শরিফ-কন্যার এই নির্বাচনকে মানতে নারাজ পিটিআই ৷ ইমরান খানের দলের অভিযোগ, চুরি করা জনসমর্থনে এই পদে বসেছেন মরিয়ম ৷ সেই কারণে পিটিআই পঞ্জাবে ‘সমান্তরাল’ অ্যাসেম্বলি অধিবেশনের ডাক দিয়েছে ৷

Imran Khan
Imran Khan

By PTI

Published : Feb 27, 2024, 2:24 PM IST

লাহোর, 27 ফেব্রুয়ারি: চুরি করা জনসমর্থনে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন মরিয়ম নওয়াজ ৷ এমনই অভিযোগ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর ৷ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে ইমরানের দল পঞ্জাব অ্যাসেম্বলিতে একটি ‘সমান্তরাল’ অধিবেশন ডাকতে চলেছে ৷ সেখানে তারা প্রদেশের মুখ্যমন্ত্রী, অ্যাসেম্বলির স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবে ৷

পাকিস্তানের সংবাদপত্র ডন-এর প্রতিবেদন অনুযায়ী, পিটিআই-এর দাবি যে তাদের কাছে 250 সদস্য রয়েছে ৷ এর মধ্য়ে মহিলা ও সংখ্যালঘুদের আসনও রয়েছে ৷ তাদের তরফে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য 71 বছর বয়সী রানা আফতাবকে প্রার্থী করা হয়েছিল ৷ পরে তিনি ভোট বয়কট করেন৷ এর পর পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ বা পিএমএল-এন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা নওয়াজ শরিফের কন্যা মরিয়ম পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ 50 বছর বয়সী এই নেত্রী পেয়েছেন 220 ভোট ৷

পঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলিতে মোট আসন 327 ৷ 187 জনের সমর্থন প্রয়োজন ৷ ফলে তার থেকে 33টি ভোট বেশি পেয়ে মুখ্য়মন্ত্রী হয়েছেন মরিয়ম ৷ কিন্তু পিটিআই-এর সওকত বসরা এক সাংবাদিক বৈঠকে জানান যে মরিয়ম জনসমর্থন চুরি করেছেন ৷ তাঁর দাবি, লাহোরের পিপি-159 আসনে পিটিআই সমর্থিত মেহের সরাফতের কাছে হেরে গিয়েছিলেন মরিয়ম ৷ পরে তাঁকে রিগিং করে জেতানো হয়, যাতে তিনি পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ তাঁর আরও দাবি, অনেকেই চান যে ইমরান খান আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসুন ৷ কিন্তু ইমরান চান যে পাকিস্তানের মানুষের সমর্থনে ‘জয়ী’ সমস্ত পিটিআই প্রার্থীকে আগে জয়ী হিসেবে ঘোষণা করা হোক ৷

ইমরানের দলের আরও দাবি, পিটিআই সদস্য়দের অ্যাসেম্বলিতে প্রবেশ ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল ৷ শুধুমাত্র একজন পরাজিত মহিলাকে পদে বসানোর জন্য অ্যাসেম্বলির পবিত্রতা নষ্ট করা হয়েছে ৷ ফলে এই মুখ্যমন্ত্রীর হাতে পঞ্জাব প্রদেশ সুরক্ষিত নয় ৷ সেখানে ইতিমধ্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ এই অপমান পঞ্জাব প্রদেশের মানুষ সহ্য করবে না ৷

কিন্তু প্রশ্ন হল, কেন ভোট বয়কট করেছিল পিটিআই ? পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিটিআই-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রানা আফতাবের আনা পয়েন্ট অফ অর্ডার গ্রাহ্য হয়নি ৷ বরং সভার নতুন নেতা নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন নব-নির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান ৷ তখনই পিটিআই সমর্থিত 103 জন সদস্য ওয়াকআউট করেন ৷

তার পর মরিয়ম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷ স্পিকারের পাশাপাশি ডেপুটি স্পিকার পদেও পিএমএল-এন এর জয় হয় ৷ ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন জাহের ইকবাল চান্নার ৷ উল্লেখ্য, পঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলিতে পিএমএল-এন এর সদস্য 137 ৷ ইমরান খানের দলের সমর্থিত সদস্য 113 ৷ এছাড়া 20 জন নির্দল সদস্য় রয়েছেন ৷ তাঁরা পিএমএল-এন কেই সমর্থন করেন ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. পাকিস্তানের পঞ্জাব প্রদেশ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নওয়াজ-কন্যা
  2. নতুন ঋণের আগে নির্বাচনের ফল যাচাইয়ের দাবি, জেলে বসেই আইএমএফকে চিঠি ইমরানের
  3. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের

ABOUT THE AUTHOR

...view details