পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আইফোন পাচারের চেষ্টা, হাতেনাতে গ্রেফতার এয়ারহোস্টেস-সহ দুই যাত্রী - iPhone Smuggling - IPHONE SMUGGLING

বিমানে পাচার হচ্ছিল আইফোন ৷ আবগারি দফতরের তল্লাশিতে আইফোনগুলি পাওয়া গেল এয়ারহোস্টেস এবং দুই যাত্রীর জিনিসপত্রের মধ্যে ৷

Attempt to smuggling iPhone
বিমানে আইফোন পাচারের চেষ্টা (ছবি সৌজন্য: পিআইএ-র এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 4:23 PM IST

করাচি, 5 অক্টোবর: আইফোন পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিমানসেবিকা ৷ তিনি ছাড়া দুই বিমান যাত্রীও আইফোন পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ৷ এআরওয়াই নিউজ অনুযায়ী, পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে ৷ ওই বিমানসেবিকা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ (পিআইএ)-র কর্মী ৷

শুক্রবার, আবগারি দফতরের আধিকারিকরা লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরে পিআইএ-র এয়ারহোস্টেস নাদিয়া বাতুলের কাছ থেকে 30টি আইফোন পান ৷ পাকিস্তানের বাজারে যার মূল্য 1.12 কোটিরও বেশি ৷ তিনি তাঁর জিনিসপত্রের মধ্যে আইফোনগুলিকে লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ ৷ এভাবে ফোনগুলি পাচারের চেষ্টা চালাচ্ছিলেন ৷ এরপর তাঁকে গ্রেফতার করা হয় ৷

বিমানসেবিকা ছাড়া ওই বিমানের আরও দুই যাত্রীকে গ্রেফতার করেছে পাকিস্তানের আবগারি দফতর ৷ মহম্মদ আরশাদ এবং তাঁর স্ত্রী ফারিহা আমিনের কাছ থেকেও আইফোন পাওয়া গিয়েছে । যেগুলির দাম 55 লক্ষ পাকিস্তানি মুদ্রা ৷ যাত্রীরা তাঁদের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে আইফোনগুলি পাচারের চেষ্টা করেছিলেন ৷ তিনজনকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷

ওই বিমানটির দুবাই থেকে লাহোর যাওয়ার কথা ছিল ৷ এই ঘটনায় যে সব বিমানকর্মীরা যুক্ত, তাঁদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে পিআইএ ৷ পিআইএ-র তরফে এক কর্মী জানান, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সংস্থা ৷

এদিকে, সম্প্রতি আইফোন ডেলিভারি দিতে গিয়ে খুন হয়েছেন এক ডেলিভারি এজেন্ট ৷ 23 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের লখনউতে এই ঘটনা ঘটে ৷ দু'জন ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তারা 1.5 লক্ষ টাকা দামের একটি আইফোন অর্ডার দিয়েছিল ৷ সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি মোডে অর্ডার দিয়েছিল ৷ এরপর তারা ডেলিভারি এজেন্টকে ল্যাপটপের চার্জার দিয়ে হত্যা করে তার দেহ ইন্দিরা ক্যানালে ফেলে দিয়েছিল বলে অভিযোগ ৷ পরে তাঁর দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details