ইসালামাবাদ, 3 জুন:তীব্র তাপপ্রবাহের কারণে দাউদাউ করে জ্বলছে দীর্ঘ ঘন জঙ্গল ৷ কোনও মতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাবানলের লেলিহান শিখাকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার ৷ স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বহু প্রচেষ্টার পর রবিবার খাইবার পাখতুনখাওয়ার মরগল্লা পাহাড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন ৷
বহু প্রচেষ্টার পর সম্প্রতি মরগল্লা পাহাড়ের দুটি পৃথক স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনে ৷ সেই ঘটনার একদিন পর ফের একই ঘটনা ৷ ঘটনা প্রসঙ্গে ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমোন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যাপিটল ডেভেলপমন্ট অথরিটি (সিডিএ) ৷ তাঁদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 36টি ইঞ্জিন ৷ অবশেষে নিয়ন্ত্রণে আনা যায় দাবানল ৷ তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে বেশ বেড়ে গিয়েছে দাবানলের সমস্যা ৷ কিছুদিন আগেই ইসলামাবাদের পাহাড়ি এলাকায় আগুন লেগে যায় ৷ যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি ৷ তবে ঘটনায় গত শুক্রবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷"