পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দক্ষিণ কোরিয়ার সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল কিমের দেশ ! - NORTH KOREA MISSILE ATTACK TO SOUTH

নতুন বছরে প্রথম মিসাইল হামলা চালাল উত্তর কোরিয়া ৷ কিম জং উনের দেশ দক্ষিণ কোরিয়ার পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি সিওলের ৷

North Korea Missile Attack to South
উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন (ফাইল চিত্র, এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 2:41 PM IST

সিওল, 6 জানুয়ারি:দক্ষিণ কোরিয়ায় টালমাটাল রাজনীতিক পরিস্থিতি ৷ এই আবহে সে দেশের পূর্ব সাগরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল উত্তর কোরিয়া ৷ সোমবার এমনটাই জানাল দক্ষিণ কোরিয়ার সেনা ৷ তবে কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ? কতদূরে ছোঁড়া হয়েছে ? সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি সিওলের সেনার তরফে ৷

এর আগে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে ৷ তবে নতুন বছরে এই প্রথম মিসাইল হামলা চালাল কিমের দেশ ৷ 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পদে দ্বিতীয়বার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি সিওল সফর করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টোনি ব্লিঙ্কেন ৷ তাঁর সেই সফরের কয়েকদিনের মধ্যে এই হামলায় দেশের নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ৷

সম্প্রতি দেশে সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ৷ সেই নিয়ে দক্ষিণ কোরিয়ার দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় ৷ তাঁকে ক্ষমতাচ্যুত করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে বসানো হয় হান ডাক সু-কে ৷ তাৎপর্যপূর্ণভাবে, কয়েকদিন আগে সে দেশের সংসদে ডাক সু'র বিরুদ্ধেও সুর চড়াতে শুরু করেন আইন প্রণেতারা ৷ তারপর সু'কে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে বসানো হয় উপ-প্রধানমন্ত্রী চোই সাং-মোককে ৷

দক্ষিণ কোরিয়ার এই চরম বিশৃঙ্খল রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প ৷ কূটনৈতিক মহলের দাবি, যা দক্ষিণ কোরিয়ার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় ৷ কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারও অজানা নয় ৷ এমনকী, বছরের শেষ রাজনৈতিক সম্মেলনে বাইডেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন ৷ মার্কিন বিরোধী কঠোর আইন কার্যকর করার 'প্রতিজ্ঞা' নেন তিনি ৷ সিওল ও টোকিওর নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নিয়ে মার্কিন বিদায়ী প্রেসিডেন্টের উদ্বেগের কড়া সমালোচনাও করেন কিম ৷ এই আবহে ট্রাম্প 2.0 সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে দক্ষিণ কোরিয়া বলে দাবি বিশ্লেষক মহলের ৷

অবশ্য, এই মুহূর্তে কিমের বিদেশনীতি ঠিক কী হতে চলেছে, তা নিয়ে কোনও সঠিক তথ্য দেওয়া হয়নি উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে ৷ ফলে, কিম জং উনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কারও জানা নেই ৷ এই আবহে দক্ষিণ কোরিয়ার সমুদ্রে মিসাইল হানা মোটেই ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল ৷

পড়ুন:বড় খবর! এই সপ্তাহেই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

ABOUT THE AUTHOR

...view details