কলকাতা, 23 জানুয়ারি: ফের শহরে উদ্ধার হল রক্তাক্ত মহিলার দেহ । তাঁর নাম পরিচয় জানা যায়নি । তবে পুলিশের দাবি, তাঁর বয়স আনুমানিক 38-40 বছর ৷ ওই মহিলার গলায়, বুকে-সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত রয়েছে ৷ আজ দুপুরে ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ড পার্কের এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ।
এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "ঘটনায় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা গিয়েছেন । তদন্ত চলছে ।"
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ঠাকুরপুকুর থানা এলাকার ডায়মন্ড পার্কের ওই বাড়িতে গতকালই ভাড়া এসেছিলেন ওই মহিলা ৷ তাঁর সঙ্গে এক ব্যক্তিও ছিলেন ৷ তাঁকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন ওই মহিলা ৷ তবে আজ তাঁর রক্তাক্ত দেহ প্রকাশ্যে আসার পর থেকে ওই ব্যক্তির আর খোঁজ পাওয়া যায়নি ৷ তদন্তকারীদের দাবি, ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর পরিচয় দিয়ে যে ব্যক্তি এসেছিলেন তিনি তাঁর স্বামী নন । তদন্তকারীদের অনুমান, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । তার জেরেই এই ঘটনা । এলাকার বাসিন্দারা পুলিশের কাছে জানান যে, এই প্রকারের ঘটনা তাঁদের এলাকায় এই প্রথম ।
ইতিমধ্যেই দেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পরে ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা । কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে । ঘটনাস্থলে স্থানীয় থানার পাশাপাশি আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । দেহটি প্রাথমিক ভাবে দেখে গোয়েন্দাদের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে । তবে কী কারণে খুন তার তদন্ত চালানো হচ্ছে ৷
লালবাজার সূত্রের খবর, ওই মহিলার গলায়, বুকের উপরের আংশে, পায়ে ও কোমড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । এছাড়াও দেহের একাধিক জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে ।