পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মহম্মদ ইউনুস - Muhammad Yunus Takes Oath - MUHAMMAD YUNUS TAKES OATH

Nobel laureate Muhammad Yunus takes oath: শপথ নিল বাংলাদেশের অন্তর্বতী সরকার। মহাম্মদ ইউনুস ছাড়াও আরও বেশ কয়েকজন উপদেষ্টা শপথ নিয়েছেন। এই তালিকায় ছাত্র ও নারী আন্দোলনের নেতা-নেত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা আছেন ৷

Muhammad Yunus
মহম্মদ ইউনুস (ইটিভি ভারত)

By PTI

Published : Aug 8, 2024, 9:44 PM IST

Updated : Aug 8, 2024, 10:16 PM IST

ঢাকা, 8 অগস্ট: বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মহম্মদ ইউনুস ৷ প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুসকে শপথ বাক্য পাঠ করান ৷ নতুন দায়িত্ব নেওয়ার জন্য ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইউনুসের সঙ্গে 16 জন উপদেষ্টা শপথ নিয়েছেন ৷ তাঁর মধ্যে ছাত্র আন্দোলনের দুই বড় নেতা মহম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদও আছেন ৷ এছাড়া নারী আন্দোলনের নেত্রী ফারিদা আখতার থেকে শুরু অধ্যাপক বিধান রঞ্জন রায়রা আছেন ৷

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকেই অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয় ৷ তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে প্যারিস থেকে শুক্রবারই বাংলাদেশে ফেরেন ৷ এরপরই তিনি শপথ নিলেন ৷ জানা গিয়েছে আপাতত যমুনা ভবন থেকেই সরকার পরিচালন করবেন তিনি ৷ তাঁর সরকারি বাসভবনও হবে এই সরকারি ভবনই ৷

তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "নতুন দায়িত্ব নেওয়ার জন্য মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানাই ৷ আমরা চাই বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক ৷ হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত হোক ৷ দু'দেশের মানুষের চাওয়া-পাওয়ার কথা মাথায় রেখে ভারত বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় ৷"

মুক্তিযুদ্ধে জড়িত নাগরিকদরে পরিবারের জন্য় বাংলাদেশ বিশেষ কোটা ছিল ৷ ওই সমস্ত পরিবারের সন্তানরা একটি বিশেষ সংরক্ষণ পেতেন ৷ দীর্ঘদিন ধরে সেই কোটা প্রত্যাহারের দাবিতে আন্দোলন হয়েছে ৷ বাংলাদেশ সরকার 2018 সালে ওই কোটা তুলে দেয় ৷ পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে আদালত আবারও কোটা ফিরিয়ে দেয় ৷

এরপর গত কয়েক মাস নতুন করে আন্দোলন শুরু হয় ৷ আবারও মামলা হয় বাংলাদেশের সুপ্রিম কোর্টে ৷ সেখানে ছাত্রদের দাবি আংশিক মান্যতা পায় ৷ তারপর আন্দোলন চলছিল ৷ সাম্প্রতিক চিন সফর থেকে ফিরে এসে কোটা সম্পর্কে কিছু বিস্ফোরক মন্তব্য করেন হাসিনা ৷ তার জেরে আবারও নতুন করে আগুন জ্বলে বাংলাদেশ ৷ শেষমেশ 5 অগস্ট প্রবল জনরোষের চাপে পদত্যাগ করে দেশ ছাড়েন মুজিব-কন্যা ৷ তাঁর চলে যাওয়ার পর সেনার হাতে যায় বাংলাদেশের ভার ৷ এবার গঠিত হল অন্তর্বতীকালীন সরকার ৷

  • দুঃসময়ে মা’কে জড়িয়ে ধরতেও পারছি না, বাংলাদেশের ঘটনার পর মুখ খুললেন হাসিনা-কন্যা
Last Updated : Aug 8, 2024, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details