নিউইয়র্ক, 2 জানুয়ারি: নিউ অরল্যান্সের পর নিউইয়র্ক ! বছরের শুরুতে আমেরিকায় একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে ৷ পুলিশ সূত্রে খবর, বছরের প্রথম দিনে নিউইয়র্কের কুইন্স-এ একটি নাইট ক্লাবের বাইরে আচমকা গুলি চালাতে শুরু করে একদল লোক ৷ সে সময় উৎসবের মেজাজে নাইটক্লাবের ভিতরে এবং বাইরেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল ৷ গুলি চালনার ঘটনায় 10 জন আহত হয়েছে, জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ৷
2025 সালের প্রথম দিনে আমেরিকার নিউ অরল্যান্সে ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেনা বলে জানতে পেরেছে পুলিশ ৷ তার গাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পতাকাও লাগানো ছিল ৷ এই হামলায় 15 জনের মৃত্যু হয়েছে ৷ এদিকে একই দিনে কুইন্স-এর নাটই ক্লাবে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ স্থানীয় সময় বুধবার রাত 11.18 মিনিট নাগাদ পুলিশ আধিকারিকারা 911 নম্বরে একাধিক ফোন পান ৷ খবর আসে, কুইন্স-এর জামাইকায় আমাজুরা নাইটক্লাবের বাইরে অনেকে গুলি চালাচ্ছে ৷