লাহোর , 26 ফেব্রুয়ারি: পাকিস্তানে আজ ঐতিহাসিক মুহূর্ত ৷ প্রথমবার কোনও মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেল পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ৷ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের নমিনী মারিয়ম নওয়াজ পঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পদ গ্রহণ করেছেন ৷ এআরওয়াই নিউজ সোমবার এই খবর সামনে এনেছে ৷ অতীতে পাক প্রশাসনের একাধিক শীর্ষ পদে আসীন হয়ে বেনজির ভুট্টো অথবা হিনার রব্বানী খার যে ইতিহাসের সূচণা করেছিলেন, মারিয়মের হাত ধরে তারই নতুন অধ্যায় লেখা হল সোমবার ৷
জানা গিয়েছে, মরিয়মের প্রতিপক্ষ ছিলেন সুন্নী ইত্তেহাদ কাউন্সিল দলের রানা আফতাব ৷ তাঁকে 220 ভোটে হারিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ ৷ আসলে এসআইসি সদস্যরাই রানা আফতাবকে বয়কট করেন৷ ফলে তিনি কোনও বোটই পাননি ৷
পঞ্জাব বিধানসভা অধিবেশন চলাকালীন স্পিকার মালিক আহমেদ খান দেখতে পান বিরোধী দল সুন্নী ইত্তেহাদ কাউন্সিলের বিধায়করা অধিবেশন বয়কট করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এরপরেই স্পিকার সিদ্ধান্ত নেন বিধানসভায় শুধুই মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই প্রক্রিয়া চলার সময় বিধায়কদের বক্তব্য পেশ করা থেকে বিরত করা হয় ৷ এরপরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভা অধিবেশনে জিতে যান মরিয়ম ৷ পঞ্জাব বিধানসভায় ইতিমধ্যেই 371 জনের মধ্যে 321 জন সদস্য শপথ গ্রহণ করে নিয়েছেন ৷
প্রসঙ্গত, মারিয়ম নওয়াজ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ৷ ফলে প্রথম থেকেই মারিয়ম রাজনীতির আবহে বড় হয়েছেন ৷ 1992 সালে তিনি বিয়ে করেন পাকিস্তান সেনাপ্রধান সাফদর আওয়ানকে ৷ শুধু তাই নয়, সাফদর প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের সিকিউরিটি অফিসার হিসাবেও নিযুক্ত ছিলেন ৷ তাঁদের তিন সন্তান রয়েছে ৷ এরপর 2012 সালে রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করেন মারিয়ম ৷ 2013 সালের লোকসভা নির্বাচনে প্রচার কার্যেও বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি ৷ 2024 সালের পাকিস্তান জেনারেল ইলেকশনে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন ৷