পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লেবাননের পর ইয়েমেনে বিমানহানা ইজরায়েলের - Israel Launches Airstrike In Yemen - ISRAEL LAUNCHES AIRSTRIKE IN YEMEN

Israeli Airstrike at Houthi Seaports: হাউতিদের বিরুদ্ধে বিমানহানা চালাল ইজরায়েল ৷ হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বন্দর ও শক্ত উৎপাদক কেন্দ্র ৷ অন্যদিকে, ইজরায়েলের উত্তর সীমান্তে ফের হামলা চালাল হিজবুল্লা ৷

Israeli Airstrike at Houthi
হাউতিদের বিরুদ্ধে এয়ারস্ট্রাইক ইজরায়েলের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 8:43 AM IST

তেলআবিব, 30 সেপ্টেম্বর: হিজবুল্লাদের নিশ্চিহ্ন করতে বেইরুটে একের পর এক বিমানহানা চালিয়েছে ইজরায়েল ৷ এবার ইয়েমেনে রকেট হামলা চালাল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ হাউতিদের বিরুদ্ধে এই হামলায় ইয়েমেনের একাধিক শক্তি উৎপাদন কেন্দ্র ও সমুদ্র বন্দর ধুলিসাৎ হয়ে গিয়েছে বলে জানিয়েছে আইডিএফ ৷

হামলা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে আইএএফ-এর তরফে ৷ সেখানে লেখা, "ইজরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাবে আইএএফ ইয়েমেনে হাউতি সন্ত্রাসী শাসনের অন্তর্গত সামরিক ক্ষেত্রে হামলা চালিয়েছে ।"

আইডিএফ জানিয়েছে, ইজরায়েলি বাসিন্দাদের সুরক্ষিত করার লক্ষ্যে হাউতিদের বিরুদ্ধে এই হামলা করা হয়েছে ৷ তাদের দাবি, বছরের পর বছর ধরে ইরানের মদতে ইজরায়েলের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক হামলা চালিয়ে আসছে হাউতিরা ৷ হামলায় প্রাণ হারিয়েছেন দেশের শতাধিক নিরীহ সাধারণ মানুষ ৷ বিশ্ব শান্তির উপরও প্রভাব পড়েছে সেই সমস্ত হামলার ৷ তবে আর তা মেনে নেওয়া হবে না ৷

ইজরায়েলি সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল হেরজি হালেবি জানান, পৃথিবীর যে প্রান্ত থেকেই হামলা করা হোক না কেন, ইজরায়েলি সেনা তার মোক্ষম জবাব দিতে প্রস্তুত ৷ এতদিন শান্তি বজায় রাখার জন্য একাধিক বার্তা দেওয়া হয়েছে ৷ তবে এবার আর কোনও কথোপকথন হবে না ৷ হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলেই সাফ জানান সেনা প্রধান ৷

হাউতিদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ইয়েমেনে ইজরায়েলি হামলায় কমপক্ষে 9 জন মারা গিয়েছে ৷ আহত হয়েছে আরও 29 জন ৷ হামলার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্ট ৷

উল্লেখ্য, দিনদুয়েক আগে ইজরায়েলি এয়ারস্ট্রাইকে মারা গিয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ ৷ তারপর মধ্য প্রাচ্যের পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ প্রধানের হত্যার জবাবে ইজরায়েলের উত্তর সীমান্ত এবং হাফিয়া শহরে মিসাইল হামলা চালায় হিজবুল্লা ৷

ABOUT THE AUTHOR

...view details