তেলআবিব, 30 সেপ্টেম্বর: হিজবুল্লাদের নিশ্চিহ্ন করতে বেইরুটে একের পর এক বিমানহানা চালিয়েছে ইজরায়েল ৷ এবার ইয়েমেনে রকেট হামলা চালাল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ হাউতিদের বিরুদ্ধে এই হামলায় ইয়েমেনের একাধিক শক্তি উৎপাদন কেন্দ্র ও সমুদ্র বন্দর ধুলিসাৎ হয়ে গিয়েছে বলে জানিয়েছে আইডিএফ ৷
হামলা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে আইএএফ-এর তরফে ৷ সেখানে লেখা, "ইজরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাবে আইএএফ ইয়েমেনে হাউতি সন্ত্রাসী শাসনের অন্তর্গত সামরিক ক্ষেত্রে হামলা চালিয়েছে ।"
আইডিএফ জানিয়েছে, ইজরায়েলি বাসিন্দাদের সুরক্ষিত করার লক্ষ্যে হাউতিদের বিরুদ্ধে এই হামলা করা হয়েছে ৷ তাদের দাবি, বছরের পর বছর ধরে ইরানের মদতে ইজরায়েলের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক হামলা চালিয়ে আসছে হাউতিরা ৷ হামলায় প্রাণ হারিয়েছেন দেশের শতাধিক নিরীহ সাধারণ মানুষ ৷ বিশ্ব শান্তির উপরও প্রভাব পড়েছে সেই সমস্ত হামলার ৷ তবে আর তা মেনে নেওয়া হবে না ৷