পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাল্টা দিল ইরান, ইজরায়েলে মিসাইল হানা - Iran Fires Missile - IRAN FIRES MISSILE

Israel says Iran has fired missiles: মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেল। ইজরায়েলের দাবি ইরান মিসাইল হামলা চালিয়েছে। এই হামলার ফলে বিশ্ব বাজারের তেলের দাম 5 শতাংশ বেড়েছে । তাছাড়া এই ধরনের হামলা রুখতে আপাতত দেশের আকাশ পথ বন্ধ রেখেছে ইজরায়েল।

Israel says Iran has fired missiles
ইজরায়েলে মিসাইল হানা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 11:12 PM IST

জেরুজালেম, 1 অক্টোবর: মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেল। ইজরায়েলের দাবি ইরান মিসাইল হামলা চালিয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের সরকারও । সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ইরান জানিয়েছে হিজবুল্লার কমান্ডারদের হত্যার প্রতিবাদেই তারা হামলা চালিয়েছে। এদিকে এই হামলার ফলে বিশ্ব বাজারের তেলের দাম 5 শতাংশ বেড়েছে । তাছাড়া এই ধরনের হামলা রুখতে আপাতত দেশের আকাশ পথ বন্ধ রেখেছে ইজরায়েল।

এই হামলার জেরে দেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশও দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। পাশাপাশি এই হামলার ফল ভুগতে হবে বলে পাল্টা ইরানকেও হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েল ও আমেরিকা। নিরাপদ স্থানে থাকার বার্তা ইসরায়েলিদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে । তাছাড়া জাতীয় টেলিভিশনেও ঘোষণা করা হয়েছে।

ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড ড্যানিয়েল হাগারি বলেন, "দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। কোন দিকে আগামীতে হামলা হতে পারে তার দিকে নজর রাখা হচ্ছে।" এদিকে হামলার ভিডিয়ো ইতিমধ্যে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে ।

এর আগে হিজবুল্লাকে গোঁড়া থেকে উপড়ে ফেলতে স্থল অভিযান শুরু করেছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ যুদ্ধের ঝাঁঝ বাড়িয়ে এবার দক্ষিণ লেবাননে আক্রমণ করে আইডিএফ ৷ আইডিএফ-এর তরফে হামলা প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ সেখানে তারা জানায়, দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর ইজরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই অভিযান শুরু করা হয়েছে ৷ তবে কিছু সময়ের জন্যই এই হামলা চলবে ৷ সীমান্ত থেকে লেবানিজ ও হিজবুল্লা ফোর্সকে সরিয়ে দেওয়ার পরই হামলা থেমে যাবে ৷ এরপরই পালটা ইজরায়েলে হামলা চালাল ইরান ।

ABOUT THE AUTHOR

...view details