তেল আবিব, 19 জানুয়ারি: যুদ্ধবিরতির মধ্যে প্রত্যাঘাতের সম্ভাবনাও জিইয়ে রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ দীর্ঘ জল্পনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সাক্ষর করেছে হামাস ও ইজরায়েল ৷ কথা মতো ইজরায়েলের স্থানীয় সময় রবিবার সকাল 8টা 30 মিনিট (ভারতীয় সময় রাত 12টা) থেকে চুক্তির কার্যকারিতা শুরু হয়ে যাবে ৷ তার আগে শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানান, প্রয়োজন হলে ফের যুদ্ধের ময়দানে নামবে ইজরায়েলি সেনা ৷
দীর্ঘ অপেক্ষার পর যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য়ে শনিবার হামাসের শর্ত মেনে নিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা ৷ তার পরই 15 মাস ধরে চলা যুদ্ধে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে দুই দেশ ৷ প্রথম পর্যায়ে 33 জন বন্দিকে মুক্তি দেবে হামাস ৷ এই আবহে শনিবার এক ভিডিয়ো বার্তায় নেতানিয়াহু বলেন, "আমরা বন্দিদের নিয়ে চিন্তিত ৷ কথা দিচ্ছি, সমস্ত উপায়ে তাদের ফিরিয়ে আনা হবে ৷ প্রয়োজনে আমেরিকার সাহায্য় নিয়ে আমরা আবার যুদ্ধ করব ৷"
শনিবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ৷ এই যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রথম পর্যায়ে হামাসের তরফে 33 জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধরত পক্ষগুলির মধ্যে মাসখানেক ধরে পরোক্ষ আলোচনা চলছিল ৷ এই আলোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন, যা এই বিধ্বংসী সংঘাতে মধ্যে দ্বিতীয় যুদ্ধবিরতির সুযোগ করে দিল। কিন্তু, এর মধ্যেই শর্ত-ভঙ্গে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷
উল্লেখ্য, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চলবে 42 দিন ধরে ৷ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, রবিবার 3 জন বন্দিকে মুক্তি দিচ্ছে হামাস ৷ অন্যদিকে, 700 জন প্যালেস্তিনিয়কে মুক্তি দেবে ইজরায়েল ৷ নেতানিয়াহু আগেই জানিয়ে দিয়েছেন, ইজরায়েলের উপর হামলাকারীদের ছাড়া হবে না গাজা স্ট্রিপে ৷ সুতরাং, এই 700 জনের মধ্যে বেশ কয়েকজনকে নির্বাসনে পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷ ইজরায়েলের আইন মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার বিকেল 4টের পর 737 জন বন্দিকে মুক্তি দেওয়া হবে ৷
যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান বিন জশিম আল-থানি জানিয়েছেন, চলতি সপ্তাহে চুক্তির রূপরেখায় সাক্ষরের কাজ সম্পন্ন হয় ৷ অথচ, 2023 সালের ডিসেম্বরে এই একই রূপরেখা গ্রহণ করা হয় ৷ যুদ্ধে ইতি টানতে অযথা 13 মাস সময় নষ্ট করা হয়েছে ৷ প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হচ্ছে জো বাইডেনের ৷ এই একই দিনে সে দেশের নয়া প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগে ইজরায়েল-হামাস যুদ্ধে ইতি টেনে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মরিয়া হয়ে ওঠেন বাইডেন ৷
মার্কিন সংবাদ সংস্থা এনবিসি-র খবর অনুযায়ী, শনিবার নেতানিয়াহুকে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, যে ভাবেই হোক যুদ্ধ থামাতেই হবে ৷ তিনি বলেন, "যুদ্ধের শেষ চাইছি আমরা ৷ এই মুহূর্তে এটাই একমাত্র চাহিদা আমাদের ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে ৷"
দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস জানিয়েছেন, ইজরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাঙ্কের আংশিক দায়িত্বে থাকা প্যালেস্তিনিয় প্রশাসন যুদ্ধবিধ্বস্ত গাজার দায়িত্ব নিতে রাজি ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের কোনও মতামত জানা যায়নি ৷