তেলআবিব, 2 অক্টোবর:হামলার জবাবে পাল্টা হামলা ! জেরুজালেমের উপর মঙ্গলবার রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর যুদ্ধের আঁচ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ৷ তবে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷
বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক করেন নেতানিয়াহু ৷ বৈঠকের শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ইরান আজ রাতে বড় ভুল করে দিয়েছে ৷ এর ফল তাকে ভোগ করতেই হবে ৷"
ইরানের প্রতি কড়া হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "তেহরান বুঝতে পারছে না, দেশবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা ঠিক কতটা দূর যেতে পারি ৷ সিনওয়ার এবং দেইফ বুঝতে পারেননি ৷ এমনকী নাসরাল্লাহ ও মোহসেনও বুঝতে পারেননি ৷ বস্তুত, এই মুহূর্তে যারা তেহরানে বসে রয়েছেন তারা কেউই বিষয়েটি বুঝতে পারছেন না ৷" তিনি আরও বলেন, "তবে এবার তারা বুঝবে ৷ আমরা আমাদের কথা রাখবো ৷ যারা আমাদের উপর হামলা করবে, পাল্টা হামলার সম্মুখীন হতে হবে তাদেরকেও ৷"
তবে ইরানের উদ্দেশ সফল হয়নি ৷ নেতানিয়াহু বলেন, "শতাধিক ক্ষেপনাস্ত্র নিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান ৷ তবে সেই আক্রমণ ব্যর্থ হয়েছে । দেশের বায়ুসেনা সেই হামলা রুখে দিয়েছে ৷" এই প্রতিরোধের জন্য আইডিএফ ও আইএএফ-কে ধন্যবাদ জানান তিনি ৷