পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইরান-ইজরায়েল সম্পর্ক উদ্বেগের বিষয়: জয়শঙ্কর - JAISHANKAR

জয়শঙ্কর, হুথি জঙ্গিদের লোহিত সাগরে জাহাজে হামলার বিষয়টিতে নাম না করে জানান, নিরাপত্তা সংক্রান্ত অস্থিরতা প্রশমিত করার চেষ্টায় ভারতের আগ্রহ রয়েছে।

JAISHANKAR
জয়শঙ্কর (ফাইল চিত্র)

By PTI

Published : Dec 9, 2024, 10:57 AM IST

মানামা (বাহরাইন), 9 ডিসেম্বর: ইজরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক উদ্বেগজনক এবং ভারতের কূটনৈতিক প্রচেষ্টা সেই দিকেই নজর দিয়েছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার এমনটাই জানিয়েছেন। বাহরাইনে একটি বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর, হুথি জঙ্গিদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না করে জানান, নিরাপত্তা সংক্রান্ত অস্থিরতা প্রশমিত করার চেষ্টায় ভারতের আগ্রহ রয়েছে।

শনিবার থেকে বাহরাইনে দু'দিনের সফরে রয়েছেন জয়শঙ্কর ৷ এই বিবাদকে ছড়িয়ে পড়া থেকে কীভাবে প্রতিরোধ করা যায়, মূল সংযোগ প্রকল্পগুলির গুরুত্ব এবং এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন তিনি। জয়শঙ্কর বলেন, "সম্প্রতি, আমাদের সকলের জন্যই ইজরায়েল এবং ইরানের সম্পর্ক বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তাই আমাদের কিছু কূটনৈতিক প্রচেষ্টাও সেই বিশেষ দিকেই নজর দিয়েছে ৷" যদিও বিদেশমন্ত্রী এ ক্ষেত্রে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

গত কয়েক মাসে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। অক্টোবরে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং জঙ্গি সংগঠনের অন্যান্য কমান্ডারদের ইজরায়েলের হত্যার জবাবে ইরান ইজরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এরপর ইরানের হামলার প্রতিশোধ নেয় ইজরাইল। বিদেশমন্ত্রী পশ্চিম এশিয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলে ভারতের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিও বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, "ভারত আজ প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশ ৷ আমরা এই দশকে দ্বিগুণ হওয়ার আশা করছি। আমাদের বাণিজ্য আজ প্রায় 800 বিলিয়ন মার্কিন ডলারের, যা এই দশকে অন্তত দ্বিগুণ হওয়া উচিত ৷" এই আলোচনায় জয়শঙ্কর লোহিত সাগরের পরিস্থিতিরও উল্লেখ করে জানান নিরাপত্তার বিষয়টি কৌশলগত আঞ্চলিক সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details