পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইজরায়েলি হানায় ক্ষতিগ্রস্ত ইরানের এয়ার ডিফেন্স রাডার, উপগ্রহ চিত্রে স্পষ্ট ক্ষতি - Israeli Attack on Iran - ISRAELI ATTACK ON IRAN

Israeli Attack on Iran: ইরানের হামলার পালটা জবাব শুক্রবার দিয়েছিল ইজরায়েল ৷ কিন্তু সেটাকে হামলা বলতে নারাজ তেহরান ৷ যদিও স্যাটেলাইট ছবিতে স্পষ্ট হয়েছে যে ইরানের উপর হামলা হয়েছে ৷

Israeli Attack on Iran
Israeli Attack on Iran

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 1:10 PM IST

জেরুজালেম, 23 এপ্রিল: ইজরায়েলি হানায় কোনও ক্ষতি হয়নি ৷ এমন দাবি বারবার করা হচ্ছে তেহরানের পক্ষ থেকে ৷ কিন্তু স্যাটেলাইট থেকে তোলা ছবি অবশ্য অন্য কথা বলছে ৷ ওই ছবিতে স্পষ্ট হয়েছে যে ইরানের ইস্ফাহান শহরে রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যাটারির জন্য একটি রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ইজরায়েলের হানায় ওই রাডার সিস্টেম ক্ষতিগ্রস্থ হয় বলে মনে করা হচ্ছে ৷

তেহরান থেকে 320 কিলোমিটার দক্ষিণে ইস্ফাহানে বিমানবন্দর ও এয়ার বেস একসঙ্গে রয়েছে ৷ তারই কাছাকাছি রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৷ সেই এলাকার ছবি সোমবার প্ল্যানেট ল্যাবস পিবিসি-র স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে ৷ ছবিতে ওই বিমান প্রতিরক্ষা ব্য়বস্থার কিছু অংশ পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে ৷

গত 13 এপ্রিল ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান ৷ সেই হামলায় যা ক্ষতি হয়েছিল, তার থেকে বেশি ক্ষতি এস-300 রাডারে ইজরায়েলি হামলায় হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অবশ্য এই ধরনের কোনও হামলা ইরানে হওয়ার কথা অস্বীকার করেছেন ৷

ইরান ও ইজরায়েলকে মধ্যপ্রাচ্যে বরাবরই দুই প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে দেখেন বিশেষজ্ঞরা ৷ বছরের পর বছর ধরে এই দুই দেশে ছায়াযুদ্ধ চলে আসছে ৷ কিন্তু এখন বেশ কয়েকবার আক্রমণ প্রতি আক্রমণের পর তারা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে ৷ এর সম্ভাব্য় কারণ, ইজরায়েল এখনও গাজা স্ট্রিপে তাদের অভিযান থামায়নি ৷ সেখানে এখনও উত্তেজনা রয়েছে ৷

তার পরও ইরানের উপর ইজরায়েলের এই হামলার অন্য তাৎপর্য রয়েছে ৷ কারণ, ইরান তার পারমাণবিক অস্ত্র সম্ভার রক্ষা করতে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে ৷ আর সেই প্রতিরক্ষা ব্যবস্থার উপরই হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই হামলা প্রমাণ করছে যে ইজরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম, এমনটাই জানিয়েছেন নিকোলে গ্রাজেওস্কি ৷ তিনি কারনেজ এনডাউমেন্টস নিউক্লিয়ার প্রোগ্রামের ফেলো ৷

শুক্রবারও একটি স্যাটেলাইট ছবিতে এই ধরনের পোড়া এলাকা ধরা পড়েছিল ৷ কিন্তু সেই ছবি স্পষ্ট ছিল না ৷ তবে সোমবারের ছবিতে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে ৷ ক্রিস বিগার্স নামে এক বিশেষজ্ঞ জানিয়েছেন যে সেখান থেকে মিসাইল সিস্টেম সরিয়ে নিয়েছে ইরান ৷ তবে তাদের পারমাণবিক অস্ত্র এখনও পর্যাপ্ত সুরক্ষার মধ্য়ে রাখা হয়েছে ৷

শুক্রবার ইজরায়েলের তরফে এই হামলা চালানো হয় ৷ সেদিন ইরান বাণিজ্য়িক উড়ান বন্ধ করে দেওয়া হয় ৷ তার পরও ইরানের বিদেশমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, তাদের দেশে কোনও হামলা হয়নি ৷ কিন্তু স্যাটেলাইট ছবি থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তার থেকে এটা স্পষ্ট যে এস-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত রাডার মেরামতিতে রাশিয়ার সাহায্য প্রয়োজন হবে ইরানের ৷ তারা সেই সাহায্য চাইলেই ইজরায়েলি হানায় ক্ষতির বিষয়টি স্পষ্ট হবে ৷

আরও পড়ুন:

  1. ওয়েস্ট ব্যাংকে সবচেয়ে প্রাণঘাতী ইজরায়েলি হামলা ! মৃত 14 প্যালেস্তিনীয়
  2. সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে রকেট হামলা, ইজরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান
  3. মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব

ABOUT THE AUTHOR

...view details