পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হেলেনের দাপটে মৃত প্রায় 100, জলের তলায় বহু পরিবার - Hurricane Havoc in US - HURRICANE HAVOC IN US

Hurricane Helene unleashes havoc in US: মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হেলেনের দাপট ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 100 ছুঁয়েছে ৷ ঘরছাড়া বহু পরিবার ৷ উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

Hurricane Helene unleashes havoc in US
হ্যারিকেনের দাপটে মৃত 93 (বারাক ওবামা এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 7:22 AM IST

Updated : Sep 30, 2024, 8:43 AM IST

ফ্লোরিডা, 30 সেপ্টেম্বর: হ্যারিকেন হেলেনের দাপট ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেল প্রায় 100 জনের ৷ বন্যার জলে আটকে পড়েছে বহু পরিবার ৷ 10 লক্ষের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ৷ সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং টেনেসিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, উত্তর ক্যারোলিনায় কমপক্ষে 36 জন মারা গিয়েছে । সালুদা কাউন্টির দুই দমকলকর্মী-সহ দক্ষিণ ক্যারোলিনায় অন্তত 25 জন নিহত হয়েছেন ৷ উত্তর ক্যারোলিনায়, কাউন্টি এবং রাজ্যের কর্মকর্তারা 36 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যখন দক্ষিণ ক্যারোলিনায়, সালুদা কাউন্টিতে দুই দমকলকর্মী সহ 25 জন প্রাণ হারিয়েছেন ।

জর্জিয়ায় গভর্নর ব্রায়ান কেম্পের মুখপাত্র জানিয়েছেন, আলামোতে টর্নেডোতে অন্তত 17 জন মারা গিয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা সতর্ক করেছেন, বাড়িঘর ও সম্পত্তির ব্যাপক ক্ষতি থেকে পুনর্নির্মাণ দীর্ঘ এবং কঠিন হবে । উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার ইতিমধ্যেই জানিয়েছেন, উদ্ধারকারী এবং অন্যান্য জরুরি কর্মীরা ধসে পড়া রাস্তা, ব্যাপক বন্যার কারণে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছতে পারছেন না ৷ সেক্ষেত্রে মৃতের সংখ্যাটা আরও বাড়বে ৷

একটি এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, ‘‘হ্যারিকেন হেলেনের দাপট ও এর ক্ষয়ক্ষতির সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা এবং সংস্থান নিশ্চিত করতে আমার প্রশাসন রাজ্য এবং স্থানীয় আধিকারিকরা দৃঢ়প্রতিজ্ঞ ৷’’

হ্যারিকেন হেলেন ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে 140 মাইল (225 কিলোমিটার) গতিবেগে ক্যাটাগরি 4 হ্যারিকেন হিসাবে উপকূলে আছড়ে পড়ে । যার ফলে প্রবল বৃষ্টি শুরু হয় দুই ক্যারোলিনা এবং টেনেসিতে ৷ এর ফলে উত্তর ক্যারোলিনায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

Last Updated : Sep 30, 2024, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details