কায়রো, 14 জানুয়ারি:অবশেষে যুদ্ধ বিরতি! 17 মাস বাদে যুদ্ধবিরতির পরিস্থিতি মধ্যপ্রচ্যে। ইজারেয়েলের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল হামাস। আর সেই সূত্র ধরে হামাসের হাতে বন্দি ইজরায়েলের নাগরিকদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়াও আরও তরান্বিত হল বলে মনে করা হচ্ছে । যুদ্ধ পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখছেন এমন দুই সামরিক কর্তা সংবাদসংস্থা এপিকে এই খবর জানিয়েছেন ।
এদিকে যুদ্ধবিরতির পর গাজার পরিস্থিতি কী হবে তা নিয়ে একটি রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। ওই রিপোর্টে এখন থেকে গাজার প্রশাসন কীভাবে পরিচালিত হবে তা নিয়ে বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরা হবে বলে জানা গিয়েছে । একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি হিসেবে নিজের মেয়াদ শেষ করার সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ জো বাইডেন দেবেন সেখানে আমেরিকার এই 'কূটনৈতিক জয়ের ' বিষয়টির উল্লেখ থাকতে চলেছে।
এই বিষয়ে ইজরায়েল এবং হামাসের দুই সামরিক কর্তার সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা এপি । হামাসের কর্তা জানিয়েছেন, ইজারায়েলের দেওয়া শর্ত মানার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। অপহরণ করা হয়েছিল এমন কয়েকজনকে ছেড়েও দেওয়া হবে। কমবেশি 100 জন অপহরণ করো হয়েছে বলে দাবি ইজরায়েলের। তাদের মধ্যে প্রথম ধাপে বেশ কয়েকজনকে ছাড়া হতে পারে। এদিকে, প্রায় একই কথা শোনা গিয়েছে ইজরায়েল কর্তার মুখেও । তবে তিনি বলেছেন, ঠিক কোন কোন শর্ত মেনে এই যুদ্ধবিরতি হবে? তা কেন্দ্রীয় মন্ত্রিসভা ঠিক করবে । পাশাপাশি চুক্তিপত্রের একটি খসড়া ইতিমধ্যেই এপির হাতে এসেছে ।