পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এইচ-1বি ভিসার প্রাথমিক রেজিস্ট্রেশন বন্ধ হবে 22 মার্চ - H1B initial registration

H1B initial registration: সম্ভাব্য আবেদনকারী এবং আইনি প্রতিনিধিদের অবশ্যই আমেরিকার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন পরিষেবাগুলির ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে ৷ সোমবার মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বিভাগের তরফে এমনটাই জানানো হয়েছে।

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Mar 19, 2024, 12:12 PM IST

ওয়াশিংটন, 19 মার্চ: 2025 আর্থিক বর্ষের জন্য বিদেশী অতিথি কর্মীদের জন্য সর্বাধিক চাওয়া এইচ-1বি ভিসার জন্য প্রাথমিক রেজিস্ট্রেশনের সময়কাল পূর্ব নির্ধারিত সময় 22 মার্চ দুপুর 12 টায় বন্ধ হবে ৷ এমনটাই জানিয়েছে সে দেশের এক ফেডারেল সংস্থা জানিয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে, সম্ভাব্য আবেদনকারী এবং আইনি প্রতিনিধিদের অবশ্যই আমেরিকার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন পরিষেবাগুলির ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে ৷ শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রতিটি সুবিধাভোগীকে ইলেকট্রনিকভাবে রেজিস্ট্রেশন করার জন্য এবং প্রতিটি সুবিধাভোগীর জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ফি-ও প্রদান করতে হবে ৷ সোমবার মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বিভাগের তরফে এমনটাই জানানো হয়েছে। অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা তাদের অনলাইন অ্যাকাউন্টগুলিতে বর্ধিত সাংগঠনিক অ্যাকাউন্ট বৈশিষ্ট্য-সহ রেজিস্ট্রেশন এবং পিটিশনগুলিতে সহযোগিতা করতে পারবেন বলেও জানানো হয়েছে।

ফর্ম আই-129, একজন অ-অভিবাসী কর্মীর জন্য পিটিশন, এইচ-1বি পিটিশন এবং ফর্ম আই-907, প্রিমিয়াম প্রসেসিং পরিষেবার জন্য পৃথক অনুরোধ, এখন সবই ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেসযোগ্য বলেও একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইউএসসিআইএস 1 এপ্রিল থেকে এইচ-1বি ক্যাপ পিটিশনের জন্য অনলাইনে ফর্মগুলি গ্রহণ করা শুরু করবে বলেও জানানো হয়েছে ৷ ইউএসসিআইএস জানিয়েছে, "আমরা ঘোষণা করব যখন নন-ক্যাপ এইচ-1বি পিটিশনগুলির অনলাইন ফাইলিং উপলব্ধ হবে ৷"

নাগরিকত্বের জন্য অভিবাসী ভিসা পেতে অ্যামেরিকায় পাঁচটি বিভাগ আছে । যেমন-রাষ্ট্রের তরফে স্বাভাবিকভাবে নাগরিক অধিকার দান, স্থায়ী নিবাস (গ্রিন কার্ড), পরিবার, শরণার্থী ও দত্তক । অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক শ্রেণিতে অ্যামেরিকায় অভিবাসী নয় যারা তাদের স্বল্পমেয়াদী প্রবেশের অধিকার নিয়ন্ত্রিত হয় এইচ-1বি, এইচ-2বি, জে ও এল ভিসার মাধ্যমে। এই শ্রেণিতেই ট্রাম্প প্রশাসন গত 24 জুন, 2020 থেকে 31 ডিসেম্বর, 2020 পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছিল ৷ তবে কয়েকটি ক্ষেত্রে বিশেষ ছাড়ও দেওয়া হয়েছিল । (পিটিআই)

আরও পড়ুন

H1B ভিসার অবসান : অ্যামেরিকার ভিসা নীতিতে বদলের সমালোচনামূলক বিশ্লেষণ

প্রেসিডেন্ট নির্বাচিত না-হলে রক্তস্নান হবে আমেরিকায়, হুঁশিয়ারি ট্রাম্পের

ABOUT THE AUTHOR

...view details