নয়াদিল্লি, 8 জুলাই: সোমবার সকালেই দু'দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম রাশিয়া সফর মোদির ৷ মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দু'দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার সম্ভবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
তিনি বলেন, "বাণিজ্য ভারসাম্যহীনতার মতো কিছু সমস্যা আছে ৷ সুতরাং, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিনের একে অপরের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এটি একটি ভালো সুযোগ।" 2022 রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার মস্কোয় পা-রাখতে চলেছেন মোদি ৷ স্বাভাবিকভাবেই মোদির রাশিয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ মস্কো থেকে অস্ট্রিয়া উড়ে যাবেন মোদি ৷
ভারত-রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনকে 'ভালো ঐতিহ্য' বলে অভিহিত করে জয়শঙ্কর আরও বলেন, "আমাদের বার্ষিক শীর্ষ সম্মেলনে একটা পতন হয়েছে এখন ৷ এটি একটি ভালো ঐতিহ্য ছিল ৷ আমরা দুই দেশ যাদের একসঙ্গে কাজ করার এত শক্তিশালী এবং খুব স্থির ইতিহাস রয়েছে, তাই আমরা উভয়েই একটি বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি।"
জয়শঙ্কর গত বছরের শেষের দিকে রাশিয়ায় তাঁর শেষ সফরের কথাও এক্ষেত্রে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "গত বছরের শেষের দিকে আমি মস্কো গিয়েছিলাম ৷ সেই সময়ে, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা নিয়ে গিয়েছিলাম যে আমরা বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷" তিনি আরও যোগ করেছেন, বার্ষিক শীর্ষ সম্মেলন একটি নিয়মিত ঘটনা ৷
ভারত-রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে এটি সহায়ক হবে বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী ৷ জয়শঙ্কর আরও বলেন, "তবে একটি বড় পরিবর্তন হল, রাশিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অসাধারণভাবে বেড়েছে আগের তুলনায় ৷" প্রধানমন্ত্রী মোদি 22তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ান রাষ্ট্রপতির আমন্ত্রণে 8 জুলাই মস্কো যাবেন ৷ উল্লেখ্য, এটি হবে 22তম ভারত-রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। 21 তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের ডিসেম্বরে, যখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দিল্লি সফরে এসেছিলেন ৷
প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা শুক্রবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি মস্কো আসার পরের দিন তিনি রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷ তিনি ক্রেমলিনেও যাবেন।(এএনআই)