পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড-দুসরায় ফিকে কমলা; প্রচার থেকে ফলাফল একনজরে

ফের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়ে ফেলেছেন ডোনাল্ড জে ট্রাম্প ৷ আমেরিকায় শুরু দ্বিতীয় ট্রাম্প জমানা ৷ স্বপ্নের জয়ের শুরু থেকে শেষ কেমন ছিল?

Donald Trump becomes President of America
জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি সৌজন্য: এপিটিএন)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ওয়াশিংটন, 6 নভেম্বর: আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড জন ট্রাম্প ৷ 2016 সালের পর 2024 সালে তাঁর দ্বিতীয় ইনিংসের সূচনা হয়েছে বুধবার ৷ চার বছর আগে 2020 সালে তাঁকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন ৷ এবার ট্রাম্পের অবিশ্বাস্য ক্যামব্যাক দেখল বিশ্ব।

পরাজয় অবশ্য ট্রাম্প মেনে নিতে চাননি এবং আজও মানেন না ৷ এরপর 2021 সালের 6 জানুয়ারি একদল উত্তেজিত জনতা ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটল ভবনে হামলা চালায় ৷ প্রশাসন মনে করে তাঁরা সবাই ট্রাম্পের সমর্থক ছিলেন ৷ এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ এছাড়া ফৌজদারি মামলাও হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সেসব এখন ইতিহাস ৷ রিপাবলিকান প্রার্থী 280টি ইলেক্টোরাল ভোট পেয়ে দ্বিতীয় বার হোয়াইট হাউজের বাসিন্দা হতে চলেছেন ৷ 277টি ভোট পেলেই জয় নিশ্চিত হয়। 224টি ভোট নিয়ে অনেক পিছনে থাকতে হচ্ছে হ্যারিসকে। সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হলে বোঝা যাবে কে কোথায় থামলেন ?

ফল ঘোষণার রাতে ট্রাম্প ও হ্যারিসের সমর্থকরা (ছবি সৌজন্য: এপিটিএন)

জয় নিশ্চিত হতেই তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, "আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হয়েছে ৷ আমেরিকাবাসীদের ধন্যবাদ ৷ আপনারা আমাকে দেশের 45তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছিলেন ৷ আপনারাই ফের 47তম প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছেন ৷ আপনাদের আশা-আকাঙ্খা পূরণ না-হওয়া পর্যন্ত আমি কাজ করে যাব। "

দুনিয়ায় কী প্রভাব?

আমেরিকায় ট্রাম্পের দ্বিতীয় শুরুর ইঙ্গিত পেতেই চাঙ্গা হয়েছে শেয়ার বাজার ৷ কিন্তু বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কাছে এই জয় কি একটা ধাক্কা ? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ইউরোপে আমেরিকার মিত্র দেশগুলি, এশিয়াও তাঁর জাতীয়তাবাদী নীতিগুলির ফিরে আসা নিয়ে ভয়ে রয়েছে ৷ তাঁর মধ্যে রাশিয়ার 'স্বৈরাচারী' প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছায়া দেখতে পাচ্ছে দুনিয়ার একাংশ ৷ এসব সত্ত্বেও আমেরিকান ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৷ বিটকয়েন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ৷

ইতিহাসের ট্রাম্প-কার্ড

নির্বাচনের আগে বেশ কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেক্কা দিয়ে প্রচার করেছিলেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ বোঝা যাচ্ছিল না, কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ? শেষমেশ জিতলেন ট্রাম্প। আর তার সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডের মালিকও হলেন তিনি-

  • ট্রাম্প ফিরে আসায় তিনিই হলেন দেশের সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ৷
  • তিনিই আবার দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি মাঝের একটি নির্বাচন ছাড়া বাকি দু'টিতেই জয়ী হয়েছেন ৷
  • তিনিই দেশের প্রথম সেই প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে ৷

    কী হলে কী কী হত?

সব অভিযোগকে পিছনে ফেলে অবিশ্বাস্য জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ ফ্লোরিডায় তাঁর মার-আ-লাগো রিসর্টে এখন উৎসবের আবহ ৷ জিতলে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন হ্যারিস, এমনটাই কথা ছিল । তা আর হয়নি ৷ এদিকে, ট্রাম্পের কট্টর সমর্থক বিশ্বের পয়লা নম্বর ধনকুবের ইলন মাস্ক লিখেছেন, "গেম, সেট অ্যান্ড ম্যাচ ৷" ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জিতলে তিনিই হতেন-

কেমন ছিল প্রচার?

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে শুরু নারী স্বাধীনতার মতো ইস্যুকে হাতিয়ার করেছিলেন ৷ হ্যারিস বারবার বুঝিয়েছেন, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি ৷ শুধু তাই নয়, তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীম দু'দুবার অনাস্থার মুখোমুখি হয়েছেন ৷ বারংবার এই কথাগুলি হ্যারিসের প্রচারে উঠে এসেছে ৷

এদিকে ট্রাম্পের উপর ভরসা করেছেন আমেরিকার শ্রমিক শ্রেণির মানুষ ৷ দেশে লাগাতার মূল্য বৃদ্ধি, সীমান্তে সুরক্ষা, অভিবাসন নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিতে জোর দিয়েছিলেন ট্রাম্প ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হলেই তিনি দেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ তার 'আমেরিকাকে শ্রেষ্ঠ করে তোলার' প্রতিশ্রুতিই মন কেড়েছে আমেরিকাবাসীর একাংশের ৷

ট্রাম্প এবং আগামী

একবছর আগে থাকতে শুরু হওয়া এই নির্বাচনের প্রস্তুতিতে নজর রেখেছিল সারা পৃথিবী ৷ এমনকী ইউক্রেন, অশান্ত মধ্যপ্রাচ্যও ৷ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের অর্থনীতি, বিদেশনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, যুদ্ধনীতি, অভিবাসনের মতো বিষয়গুলিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি কী হবে ? চিন আর রাশিয়াকে কীভাবে সামলাবে আমেরিকা ? এমন হাজারো প্রশ্নের উত্তর পেতে দ্বিতীয় ট্রাম্প জমানার দিকে তাকিয়ে দুনিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details