পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নীল ম্যাঞ্চেস্টারের প্রাক্তনী - MIKHEIL KAVELASHVILI

রাজনীতির প্রাঙ্গনে ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 53 বছর বয়সি কাভেলাশভিলি প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী ছিলেন ৷

Ex-soccer-player-Kavelashvili-becomes-Georgia-s-presiden
ম্যাঞ্চেস্টার সিটি’র প্রাক্তন ফুটবলার মিখায়েল কাভেলাশভিলি (এপি)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

তিবিলিশি (জর্জিয়া), 15 ডিসেম্বর: জর্জিয়ার প্রেসিডেন্টের চেয়ারে বসলেন ম্যাঞ্চেস্টার সিটি’র প্রাক্তন ফুটবলার মিখায়েল কাভেলাশভিলি । জর্জিয়ার জার্সিতে 9 গোল করা কাভেলাশভিলি অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন । এই মাসের শেষদিকে সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করবেন নীল ম্যাঞ্চেস্টারের প্রাক্তনী ৷

রাজনীতির প্রাঙ্গনে ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাভেলাশভিলি । খেলা ছাড়ার পর জর্জিয়ান ড্রিম পার্টিতে যোগ দেন মিখায়েল ৷ 2008 সালে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জর্জিয়া ৷ যদিও ড্রিম পার্টি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ফলে কাভেলাশভিলি রাজনৈতিকভাবে পুতিন-ঘনিষ্ট হিসেবেই পরিচিত হন ৷ 2016 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি । 2022 সালে জর্জিয়ায় সরকার বিরোধী গণ-আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন মিখায়েল কাভেলাশভিলি ।

জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নীল ম্যাঞ্চেস্টারের প্রাক্তনী (এপি)

53 বছর বয়সি কাভেলাশভিলি প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী ছিলেন ৷ দেশের বিরোধী দলগুলি নির্বাচনের বৈধতার প্রশ্ন তুলে অংশ নেয়নি । ফলে সাধারণ নির্বাচনের মাধ্যমে কাভেলাশভিলি নির্বাচিত হননি । 2017 সালের সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরিবর্তে জর্জিয়ান ড্রিম পার্টির একটি 300-সিটের ইলেক্টোরাল কলেজের ভোটে নিয়ন্ত্রণের কারণে সহজেই জয়ী হন ।

ডিনামো তিবিলিশর হয়ে কেরিয়ার শুরু করেন কাভেলাশভিলি ৷ ইপিএল ছাড়াও খেলেছেন সুইস লিগের একাধিক দলের হয়ে । 1995 সালে যোগ দেন ম্যাঞ্চেস্টার সিটিতে ৷ নীল ম্যাঞ্চেস্টারে ছিলেন 1997 সাল পর্যন্ত ৷ 28টি ম্যাচ খেলে 3টি গোল করেন তিনি । আন্তর্জাতিক ফুটবলে 46 ম্যাচে তাঁর গোলসংখ্যা 9 । 2002 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন । ক্লাব কেরিয়ার শেষ হয় 2006 সালে ৷ তারপর প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details