পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বৈপ্লবিক বিল পাশ, রক্ষণশীলতার কাঁটা টপকে নবজাগরণের দেশে 'বৈধ' সমলিঙ্গ বিবাহ - same sex marriage

Greece legalized same sex marriage: সমলিঙ্গ বিবাহ আইনি বৈধতা পেল নবজাগণের দেশে ৷ চোদ্দোশো শতকে নবজাগরণ আন্দোলনে বিশ্বকে আলো দেখিয়েছিল গ্রিস ৷ এবার সেই দেশই সমলিঙ্গ বিবাহ নিয়ে বৈপ্লবিক সিদ্ধান্ত নিল ৷

ETV Bharat
গ্রিসে আইনি স্বীকৃতি পেল সমলিঙ্গ বিবাহ

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:39 AM IST

Updated : Feb 18, 2024, 8:41 AM IST

এথেন্স, 18 ফেব্রুয়ারি:নবজাগরণের যে দেশ একসময় আলোকিত করে গোটা বিশ্বকে। এবার একবিংশ শতাব্দীতে আরেক বিপ্লবে সামিল ভূমধ্যসাগরের তীরের ছোট্ট দেশ গ্রিস ! সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দিল সক্রেটিসের দেশ ৷ বিশ্বে এই প্রথম কোনও অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত দেশ সমলিঙ্গ বিবাহে সম্মতি জানাল ৷ তবে এর তীব্র বিরোধিতা করেছে প্রভাবশালী, সামাজিকভাবে রক্ষণশীল গ্রিক চার্চ ৷

তবে শেষ পর্যন্ত এই বিরোধিতা ধোপে টেকেনি ৷ 15 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঐতিহাসিক সমলিঙ্গ বিবাহ বিল পাশ হয়েছে গ্রিসের সংসদে ৷ গ্রিসের সংসদে 300 জন সদস্যের মধ্য়ে 176 জন সমলিঙ্গ বিবাহের বৈধতার পক্ষে ভোট দেয় ৷ 76 জন এই বিলকে খারিজ করে দিয়েছেন, আর 2 জন ভোট দানে বিরত থেকেছেন ৷ আর বাকি 46 জন হাউজের ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না ৷ এই ঐতিহাসিক বিল পাশের পর গ্রিসের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে টুইট করে লেখেন, "ইউরোপিয় ইউনিয়নের 16তম দেশ হিসেবে গ্রিসে সমলিঙ্গ বিবাহে বৈধ হল ৷"

অগণিত মানুষ বিশেষত এলজিবিটিকিউ+ গোষ্ঠীর মানুষেরা সমলিঙ্গ বিয়ে নিয়ে সরকারি সিদ্ধান্ত শোনার অপেক্ষায় ছিলেন ৷ গ্রিসের সংসদে এই বিলের বিরোধিতা করেছে প্রাচীন চার্চ ৷ অবশ্য এই চার্চ পুরুষ-নারীর বিবাহেরও বিরুদ্ধে ৷ চার্চের মতে, সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেলে তাতে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হবে ৷ সমলিঙ্গ যুগলরা সারোগেসির মাধ্যমে পিতৃত্বের অধিকার নিয়ে দাবি তুলবে ৷ এতে আইনি জটিলতা তৈরি হবে ৷ তাই বৃহস্পতিবার একদিকে গ্রিসের রাস্তা রামধনু পতাকা উড়ছে, অন্যদিকে চার্চ সমর্থক ও রক্ষণশীল প্রতিষ্ঠানগুলিও প্রতিবাদ মিছিল বের করে ৷

আরও পড়ুন:

  1. 'লড়াই চালিয়ে যেতে হবে', সুপ্রিম কোর্টের রায়ের পর প্রতিক্রিয়া এলজিবিটিকিউপ্লাস গোষ্ঠীর
  2. বাবা কেন ? জন্মের সংশাপত্রে অভিভাবকের উল্লেখ থাকুক, দাবি রূপান্তরকামী জিয়া-জাহাদের
  3. বিবাহে আইনি বৈধতা না দিলেও সমকামী যুগলদের অধিকারকে মান্যতা সুপ্রিম কোর্টের
Last Updated : Feb 18, 2024, 8:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details