কলম্বো, 6 মে: শ্রীলঙ্কার উত্তর অংশের জাফনা জেলার কাঙ্কেসান্থুরাই (কেকেএস) শহরতলির সঙ্গে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনামের মধ্যে যাত্রীবাহী ফেরি পরিষেবা আগামী 13 মে থেকে পুনরায় চালু হতে চলেছে ৷ সোমবার ভারতীয় হাই কমিশনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ প্রায় 40 বছর বন্ধ থাকার পর এই পরিষেবা গত বছর অক্টোবরে শুরু হয় ৷ সম্প্রতি এই পরিষেবা খারাপ আবহাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয় ৷
সোমবার এই নিয়ে ভারতীয় হাই কমিশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়৷ সেই বিবৃতিতে এই ফেরি পরিষেবা পুনরায় শুরু করার বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ এই পরিষেবায় 111 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে ৷ একটি বেসরকারি সংস্থাকে এই পরিষেবা দেওয়ার জন্য বেছে নেওয়া হয় ৷ ওই সংস্থাকে বেছে নেওয়ার কাজ করেছিল ভারতের শিপিং কর্পোরেশন ৷ তবে পুরোটাই হয়েছে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ৷
ভারতীয় হাই কমিশনের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, 2023 সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি ৷ সেই সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য ভিশন ডকুমেন্ট যৌথভাবে গৃহীত হয় ৷ সেখানেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সামুদ্রিক সংযোগ জোরদার করার বিষয়টি ছিল ৷ সেই কারণেই ওই ফেরি সার্ভিস আবার চালু করা হয় ৷ তছাড়া এর নেপথ্যে ভারত সরকারের জনগণ-কেন্দ্রিক নীতিও অন্যতম কারণ ৷