পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ম্যাক্রোঁকে চিন্তায় রেখেই ফ্রান্সে শুরু নির্বাচন, সরকার গড়বে অতি-দক্ষিণপন্থীরা ? - France parliamentary election 2024 - FRANCE PARLIAMENTARY ELECTION 2024

France parliamentary election 2024: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চিন্তায় রেখেই ফ্রান্সে শুরু হল সংসদীয় নির্বাচন ৷ নাৎসি যুগের পর এই প্রথমবার অতি-দক্ষিণপন্থী শক্তি ফ্রান্সে সরকার গড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর সেটা হলে 'কোহ্যাবিটেশন' পরিস্থিতিতে একই দলের সদস্য হবেন না প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার ৷

ETV BHARAT
ম্যাক্রোঁকে চিন্তায় রেখেই ফ্রান্সে শুরু নির্বাচন (ছবি: এপি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 1:40 PM IST

প্যারিস, 30 জুন: ফ্রান্সে শুরু হল সংসদীয় নির্বাচন ৷ আজ প্রথম রাউন্ডে বিশ্বব্যাপী ফরাসিদের চলছে ভোটদানপর্ব ৷ নাৎসি যুগের পর এই প্রথমবার ফ্রান্সের সরকার যেতে পারে অতি-দক্ষিণপন্থী শক্তির হাতে ৷ 22 বছরের মধ্যে এবারই প্রথম এমন সম্ভাবনা রয়েছে যে, প্রেসিডেন্ট ও ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা প্রাইম মিনিস্টার একই দলের হবেন না । এই ঘটনাকে বলে কোহ্যাবিটেশন ৷ ফ্রান্স পঞ্চম প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর থেকে এটি মাত্র তিনবার ঘটেছে ।

দু'দফার নির্বাচন শেষ হচ্ছে 7 জুলাই ৷ ইউরোপীয় আর্থিক বাজার, ইউক্রেনের জন্য পশ্চিমী সমর্থন এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্রাগার ও বিশ্ব সামরিক শক্তি কীভাবে পরিচালিত হবে তার উপর প্রভাব ফেলতে পারে এই নির্বাচন । অনেক ফরাসি ভোটার মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক উদ্বেগে হতাশ ৷ সেইসঙ্গে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বেও অসন্তুষ্ট বহু মানুষ ৷ তাঁদের অভিযোগ, প্রেসিডেন্ট অহংকারী এবং জনগণের জীবনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷

মেরিন লে পেনের অভিবাসন বিরোধী ন্যাশনাল র‍্যালি পার্টি সেই অসন্তোষকেই হাতিয়ার করেছে ৷ বিশেষ করে টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নিয়ে প্রচার চালিয়ে সমস্ত প্রাক-নির্বাচন জনমত নির্বাচনে আধিপত্য বিস্তার করেছে এই দল ।

বামেদের নয়া জোট নিউ পপুলার ফ্রন্টও ব্যবসা-পন্থী ম্যাক্রোঁ এবং তাঁর মধ্যপন্থী জোট 'টুগেদার ফর দ্য রিপাবলিক'-এর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে । রবিবার ফ্রান্সের বিদেশি অঞ্চলগুলিতে তাড়াতাড়ি ভোট শুরু হয় এবং সকাল আটটায় (0600 জিএমটি) ফ্রান্সের মূল ভূখণ্ডে ভোটকেন্দ্র খোলা হয় ৷ রাত আটটায় (1800 জিএমটি) ভোট কেন্দ্রগুলি বন্ধ হলে প্রথম ভোটের পূর্বাভাস মিলবে ৷ আর প্রাথমিক আনুষ্ঠানিক ফলাফল রবিবার রাতে জানা যাবে বলে আশা করা হচ্ছে ৷

জুনের শুরুতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল ন্যাশনাল ব়্যালির কাছে পরাজিত হওয়ার পরে ম্যাক্রোঁ আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন ৷ ন্যাশনাল ব়্যালির সঙ্গে বর্ণ বৈষম্যবাদ ও ইহুদিবাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের শত্রুতা রয়েছে । ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন সম্পর্কে আত্মতুষ্টিতে থাকা ফরাসি ভোটাররা একটি জাতীয় নির্বাচনে অতি-দক্ষিণপন্থী শক্তিকে ক্ষমতা থেকে দূরে সরাতে মধ্যপন্থী শক্তির পাশে দাঁড়াবে, এই ভাবনাটা একটি দুঃসাহসী জুয়া ছিল বলে মনে করা হয় ৷

পরিবর্তে, প্রাক-নির্বাচনী সমীক্ষাগুলি ইঙ্গিত দিচ্ছে, ন্যাশনাল ব়্যালির সমর্থন বাড়ছে এবং তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা জয়ের সুযোগ রয়েছে । সেই পরিস্থিতিতে, ম্যাক্রোঁ 'কোহ্যাবিটেশন' নামে পরিচিত একটি বিদঘুটে ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থায় প্রাইম মিনিস্টার হিসাবে ন্যাশনাল ব়্যালির প্রেসিডেন্ট 28 বছর বয়সি জর্ডন বারডেলার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে । যদিও ম্যাক্রোঁ বলেছেন যে, তিনি 2027 সালে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করবেন না, 'কোহ্য়াবিটেশন' তাঁকে ঘরে এবং বিশ্ব মঞ্চে দুর্বল করে দেবে ।

প্রথম রাউন্ডের ফলাফল সামগ্রিক ফরাসি ভোটারদের অনুভূতির একটি চিত্র তুলে ধরবে ৷ তবে পরবর্তী ন্যাশনাল অ্যাসেম্বলির সামগ্রিক চিত্র তাতে থাকবে না ৷ এ ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা অত্যন্ত কঠিন, কারণ জটিল ভোটিং ব্যবস্থা এবং দলগুলি দুই রাউন্ডের মাঝামাঝি সময়ে কিছু আসনে জোট করতে বা অন্যদের থেকে সরে দাঁড়াতে তৎপর হবে ৷

ABOUT THE AUTHOR

...view details