পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প - DONALD TRUMP

একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন মাইক ওয়াল্টজ ৷ সেনার বিশেষ বাহিনী গ্রিম বেরেটেরও সদস্যও ছিলেন তিনি ৷ অবসরের পর রাজনীতিতে যোগ দেন ৷

US NATIONAL SECURITY ADVISER
মাইক ওয়াল্টজ (ফাইল চিত্র (এপি))

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 9:53 AM IST

ওয়াশিংটন, 12 নভেম্বর: চিফ অফ স্টাফের পর আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রাক্তন মার্কিন সেনা আধিকারিক মাইকেল ওয়াল্টজকে বেছে নিলেন তিনি ৷

দীর্ঘদিন মার্কিন সেনাবাহিনীতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব ছিলেন মাইক ৷ সেনার বিশেষ বাহিনী গ্রিন বেরেটের সদস্য ছিলেন তিনি ৷ যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ সূত্রের খবর, সেকারণেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাঁকেই বেছে নিয়েছেন ট্রাম্প ৷ অবসরের পর রাজনীতিতে যোগ দেন মাইক ৷

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আরও একবার হোয়াইট হাউজে ফিরতে চলেছেন ট্রাম্প ৷ জানুয়ারিতে তিনি শপথ নেবেন ৷ তার আগেই সাদা বাড়ির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প ৷ কিছুদিন আগে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ পদে সুসি ওয়াইলসকে বেছে নেন তিনি ৷ এবার ফ্লোরিডার কংগ্রেস থেকে রিপাবলিকান প্রতিনিধি মাইক ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প ৷

মার্কিন কংগ্রেসে প্রতিনিধি হওয়ার কারণে এই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ কারণ, এই নিয়োগের ফলে মাইকের ছেড়ে যাওয়া আসনে ফের নির্বাচন করাতে হবে মার্কিন কংগ্রেসে ৷ এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসা এখনও বাকি ৷ ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ক্যাপটিল হিলসে ৷

তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মাইকের নিয়োগ পেন্টাগনের জন্য ভালো খবর বলে মনে করছেন বিশেষজ্ঞমহলের একাংশ ৷ একদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে উত্তর কোরিয়া ও রাশিয়ার 'বন্ধুত্বপূর্ণ' সম্পর্ক ৷ অন্যদিকে, ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অশান্তি ৷ এই আবহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইককে বেছে নিয়ে ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷

কে এই মাইকেল ওয়াল্টজ ?

ভার্জিনিয়ার মিলিটারি ইনস্টিউট থেকে স্নাতক পাশ করেন মাইক ওয়াল্টজ ৷ 4 বছর মার্কিন সেনাবাহিনীর সদস্য থাকার পর ফ্লোরিডা গার্ডের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ আফগানিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দেশে যুদ্ধ সফরে যান তিনি ৷ অসামান্য প্রতিভার জন্য 4টি ব্রোঞ্জ পদকও জেতেন মাইক ৷ প্রতিরক্ষা প্রধানের দায়িত্বে ডোনাল্ড রামসফেল্ড ও রবার্ট গেটস্ থাকাকালীন পেন্টাগনের নীতি বিষয়ক পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ৷

পড়ুন:ঐতিহাসিক পদক্ষেপ ! সুসি ওয়াইলসকে প্রথম মহিলা 'চিফ অফ স্টাফ' হিসাবে বেছে নিলেন ট্রাম্প

ABOUT THE AUTHOR

...view details