পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

'কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্য ?', কৃষকদের পাশে দাঁড়িয়ে মোনালিসার ছবিতে স্যুপ ছুড়লেন 2 পরিবেশকর্মী - Paris

Mona Lisa in Paris: দেশে চলছে কৃষকদের ডাকা ধর্মঘট ৷ কৃষকরা ট্র্যাক্টর নিয়ে রাস্তা অবরোধ করছেন ৷ বর্জ্যপদার্থ ছড়িয়ে রাখছেন যত্রতত্র ৷ এরই মধ্যে পরিবেশকর্মীরা মোনালিসার ছবিকেই নিশানা করে বসলেন ৷

ETV Bharat
মোনালিসার ছবির উপর স্যুপ ছুড়ছেন দুই পরিবেশকর্মী

By PTI

Published : Jan 28, 2024, 10:20 PM IST

প্যারিস, 28 জানুয়ারি: লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত মোনালিসা ছবির মুখের উপর স্যুপ ছুড়ে দিলেন দুই সমাজকর্মী ৷ উপরে মোটা কাচ থাকা মূল ছবিটির অবশ্য কোনও ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ৷ কয়েকটি ইস্যু নিয়ে প্রতিবাদে নেমেছেন ফ্রান্সের কৃষকরা ৷ এর মধ্যে অন্যতম তাঁদের মজুরি বাড়ানো ৷ সেই আবহে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা ছবির কাচের উপর স্যুপ ছুড়লেন দুই পরবেশকর্মী ৷

সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে দু'জন মহিলা নিরাপত্তার বলয় টপকে মোনালিসার ছবির একেবারে কাছাকাছি পৌঁছে যান ৷ এরপর ওই ছবিকে ঢেকে রাখা সুরক্ষিত কাচের উপর স্যুপ ছুড়ে দেন ৷ পাশাপাশি, তাঁরা চিৎকার করে বলতে থাকেন, "কোনটা বেশি গুরুত্বপূর্ণ ? শিল্প নাকি স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী খাদ্যের অধিকার ?"

দুই সমাজকর্মী আরও বলেন, "আমাদের কৃষি ব্যবস্থায় গলদ আছে ৷ কাজ করতে করতে আমাদের কৃষকদের মৃত্যু হচ্ছে ৷" এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন মিউজিয়ামের কর্মীরা ৷ তাঁরা সঙ্গে সঙ্গে দর্শকদের জায়গাটি খালি করে বেরিয়ে যেতে বলেন ৷ এর সঙ্গে মোনালিসার ছবির উপর একটি কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় ৷

জানা গিয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চি-র এই বিশ্বখ্যাত সৃষ্টি মোনালিসা 1804 সাল থেকে ল্যুভের মিউজিয়ামে রয়েছে ৷ 1950 সাল থেকে এই বহুমূল্যবান ছবিটিকে সুরক্ষিত কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ প্যারিসের পুলিশ জানিয়েছে, ওই দুই পরিবেশকর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা ফুড রিপোস্ট নামে একটি গ্রুপের সদস্য বলে খবর ৷

এই সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ফ্রান্সের সরকার তাদের পরিবেশ সংক্রান্ত প্রতিশ্রুতিগুলি পূরণ করছে না ৷ মানুষকে স্বাস্থ্যকর খাবার দেওয়ার দাবি তুলেছে ফুড রিপোস্ট ৷ এর ফলে কৃষকদেরও ভালো আয় হবে ৷ ফ্রান্সের কৃষকরা বেশ কিছু দিন ধরেই ট্র্যাক্টর দিয়ে রাস্তা অবরোধ করছেন ৷ স্বভাবতই এতে দেশের রাস্তাগুলিতে যানজট তৈরি হচ্ছে ৷ এমনকী সরকারি কার্যালয়ের সামনে কৃষিজাত বর্জ্যপদার্থ ফেলেও রাখছেব কৃষকরা ৷ শুক্রবার সরকার বেশ কিছু প্রতিকার ঘোষণা করেছে ৷ তবে কৃষকদের দাবি, সরকারের এই প্রতিকার যথেষ্ট নয় ৷ এবার সেই প্রতিবাদের ঢেউ গিয়ে লাগল মোনালিসার ছবিতে।

আরও পড়ুনমাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  1. বাংলাদেশ আপিল কোর্টে জামিন মঞ্জুর নোবেলজয়ী মহম্মদ ইউনুসের
  2. হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াই চলবে, আন্তর্জাতিক আদালতের রায়ের পর বার্তা নেতানিয়াহুর

ABOUT THE AUTHOR

...view details