পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকা থেকে আটক লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই - ANMOL BISHNOI ARRESTED

পুলিশের অনুমান সত্যি হল ৷ গা ঢাকা দেওয়া আনমোল বিষ্ণোই আটক আমেরিকায় ৷ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

Lawrence Bishnoi, Anmol Bishnoi
লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল (এএনআই ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 11:06 PM IST

মুম্বই, 18 নভেম্বর:তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল 10 লক্ষ টাকা ৷ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সেই ভাই আনমোল বিষ্ণোইকে আটক করা হল ৷ সোমবার মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে আটক করা হয়েছে ৷ তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মনে করা হচ্ছিল, গা ঢাকা দিতে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল কানাডায় রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত ভ্রমণ করছেন ৷ এদিন তাকে আটকের পর সেই অনুমান সত্যি হয় ৷ জেলে থাকা সত্ত্বেও একটি বিশ্ব অপরাধী সিন্ডিকেট চালানোর অভিযোগে অভিযুক্ত লরেন্স। তাকে সাহায্য করে ভাই আনমোল।

আনমোল বিষ্ণোই 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রা এলাকায় এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকের হত্যা-সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলার সঙ্গে জড়িত । সূত্রের খবর অনুসারে, এই বছরের 14 এপ্রিল বান্দ্রা এলাকায় অবস্থিত বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর পিছনেও তার হাত রয়েছে বলে মনে করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷

উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার মামলায় নাম জড়ায় আনমোল বিষ্ণোইয়ের ৷ ঘটনায় আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দাবি, মার্কিন মুলুকে বসে তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল লরেন্সের ভাই ৷ সেই ঘটনার পর থেকে তাকে গ্রেফতারের জন্য উঠে পড়ে লাগে এনআইএ ৷ এমনকী আনমোলের মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আনমোলের সম্পর্কে তথ্য দিতে পারলে এই পুরস্কারমূল্য দেওয়া হবে বলেও জানানো হয় ৷ এর মধ্যে সোমবার তাকে আটক করার খবর জানায় মুম্বই পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details