পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ব্রাজিলে ভেঙে পড়ল বিমান ! একই পরিবারের 10 জনের মৃত্যু - BRAZIL PLANE CRASH

ক্রিসমাসের ঠিক আগে শোকের ছায়া ব্রাজিলে ৷ সাও পাওলোয় 10 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান ৷ ঘটনাস্থলে সকলের মৃত্যু ৷

BRAZIL PLANE CRASH
সাও পাওলো ভেঙে পড়ল বিমান (এএফপি)

By AFP

Published : 8 hours ago

সাও পাওলো, 23 ডিসেম্বর:ক্রিসমাসের ঠিক আগে ব্রাজিলে বিমান দুর্ঘটনা ! সাও পাওলো শহরের মধ্যে ভেঙে পড়ল বিমান ৷ ঘটনাস্থলেই মৃত্যু একই পরিবারের 10 জনের ৷ আহত 17 জন ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো শহরের ঘটনা ৷

সংবাদসংস্থা এএফপি সূত্রের খবর, রবিবার কানেলা থেকে 10 জন যাত্রী নিয়ে রওনা দেয় পাইপার চেয়েনে 400 টার্বোপপ বিমানটি ৷ চালকের আসনে বসেছিলেন বিমানের মালিক তথা ব্যবসায়ী লুইজ ক্লডিও স্যালগুয়েইরো গালেজি ৷ যাত্রীরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ সন্ধ্যার সময় প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে । তারপর অপর একটি বাড়ির দোতলায় ধাক্কা খেয়ে একটি দোকানের উপর ভেঙে পড়ে ব্যক্তিগত বিমানটি ৷ বিমানের সকল 10 যাত্রীই মারা যান ৷ কিন্তু দোকান ও তার আশেপাশে থাকা 17 জন আহত হন ৷

ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে ৷ ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে ৷ কিন্তু, ততক্ষণে সব শেষ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের সকল যাত্রীর ৷ দুর্ঘটনার জেরে ওই দোকান সংলগ্ন একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর স্থানীয় প্রশাসন সূত্রে ৷ ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল গ্রামাদো । চারিদিক পাহাড়ে ঘেরা ছোট শহরটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে প্রতিবছর বড়দিন উপলক্ষে এখানে এসে হাজির হন বহু পর্যটক ৷ বড়দিনের আগে বিমান দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ রিও গ্রান্দে দো সুলের নিরাপত্তা সচিব জানান, দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই ৷

উল্লেখ্য, চলতি বছরের অগস্টে গত 17 বছরে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী ছিল ব্রাজিল ৷ সাও পাওলোর ভিনহেদো শহরে ভেঙে পড়ে দুটি ইঞ্জিনের একটি বিমান ৷ বিমানটিতে 62 জন যাত্রী ছিলেন ৷ ঘটনায় সকলের মৃত্যু হয় ৷

পড়ুন:জার্মানির হামলায় 7 ভারতীয়-সহ জখম 200, নিন্দায় সরব নয়াদিল্লি

ABOUT THE AUTHOR

...view details