ওয়াশিংটন, 13 মার্চ: প্রেসিডেনশিয়াল নির্বাচনী যুদ্ধে বাইডেনের মুখোমুখি প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ 2020 সালের মতোই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে দুই নেতার লড়াই দেখবে আমেরিকা ৷ মঙ্গলবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- দুই নেতাই দলের তরফে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে গিয়েছেন ৷ 2024 সালের 5 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেনশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে ৷
81 বছর বয়সি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ৷ আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নের কথা ঘোষণা হবে এ বছরের অগস্টে শিকাগোয় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ৷ এবারের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হলে জো বাইডেন আরও পাঁচ বছর প্রেসিডেন্ট পদে থাকবেন এবং তাঁর মেয়াদ শেষে বয়স হবে 86 ৷
বাইডেনের সঙ্গে সম্মুখসমরে 77 বছর বয়সি ট্রাম্প ৷ এদিকে ট্রাম্পের বিরুদ্ধে এখনও 4টি ফৌজদারি মামলা রয়েছে ৷ তার মধ্যে অন্যতম 2020 সালের নির্বাচনের ফলাফল নষ্ট করে দেওয়ার চেষ্টা ৷ আর এই মামলাগুলিতে ট্রাম্প জেলেও যেতে পারেন ৷ তবে মামলা সত্ত্বেও মঙ্গলবার জর্জিয়ায় অনায়াসেই প্রেসিডেনশিয়াল প্রাইমারি নির্বাচনে জয় লাভ করেছেন ট্রাম্প ৷