কলকাতা, 3 ডিসেম্বর: বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাসের 'অন্যতম সমর্থক' আইনজীবী রমেন রায়ের উপর হামলা হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন কলকাতায় ইস্কনের মুখপাত্র রাধারমন দাস ৷
পোস্টে তিনি লেখেন, "আইনজীবী রমেন রায়ের দ্রুত আরোগ্য কামনা করুন ৷ ওনার একটাই ভুল ছিল, তিনি চিন্ময় প্রভুকে বাঁচানোর চেষ্টা করেছিলেন ৷ একদল ইসলামপন্থী মানুষ তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে । হামলায় গুরুতর আহত হয়ে আইসিইউ-তে ভর্তি আছেন রমেন রায় ৷"
এদিন ইস্কনের মুখপাত্র তাঁর পোস্টে লেখেন, "2024 সালের 25 নভেম্বর ঢাকায় এক সমাবেশে তাঁর ওপর হামলা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে আছেন। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের অন্যতম সমর্থক আইনজীবী ৷"
যদিও পোস্টটির সত্যতা যাচাই করা হয়নি । তবে শুধু সোশাল মিডিয়ায় পোস্ট নয়, একটি বাংলা সংবাদ মাধ্যমকেও একই কথা জানান রাধারমন দাস ৷ তিনি বলেন, "আইনজীবী রমেন রায়ের উপর এই নৃশংস হামলা করা হয়েছে তিনি চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়ছেন বলে ৷ এই ঘটনা প্রমাণ করে দেয়, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রশ্নে যারা লড়াই করবেন বা করছেন, তাদের উপর এই ভাবে হামলা করা হবে ৷"
গত 25 নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্মিলত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ ৷ চট্টগ্রামের একটি আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ তবে 3 ডিসেম্বর বাংলাদেশের একটি আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন শুনবে বলে জানান চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মফিজুর রহমান ৷
এদিকে, তাঁর গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয় । গত 27 নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যুও হয় । পাশাপাশি, চিন্ময় দাসকে গ্রেফতারি ও তাঁর জামিনের আবেদন খারিজের প্রতিবাদে চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে ৷ এমনকী চিন্ময়কৃষ্ণ দাস-সহ 17 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ৷