ঢাকা, 25 জুলাই:চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বিলোপের দাবিতে তুমুল ছাত্র আন্দোলনের প্রভাবে অগ্নিগর্ভবাংলাদেশ ৷ সে দেশেচলা চরম অস্থিরতার পরিস্থিতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'আশ্রয়ের প্রতিশ্রুতি' ৷
সম্প্রতি একুশের মঞ্চ থেকে বাংলাদেশে আক্রান্তদের 'আশ্রয়ের প্রতিশ্রুতি' দিয়ে পাশে থাকার বার্তা দেন মমতা ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার ৷ সূত্রের খবর, ভারতের হাইকমিশনে পড়শি দেশের সরকার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, মমতার এই 'আশ্রয়ের প্রতিশ্রুতি' সন্ত্রাসবাদীদের সাহায্য করতে পারে !
ভারতের হাইকমিশনের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার বলেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটটি উস্কানিমূলক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা উপাদানে ভরা । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় বিভ্রান্তি ছড়িয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ ৷ ভারত সরকারকেও এ বিষয়ে অবগত করানো হয়েছে বলে জানান তিনি ৷