ওয়াশিংটন, 19 ফেব্রুয়ারি: করদাতাদের টাকা যেভাবে খরচ হচ্ছে, তাতে দেউলিয়া হবে আমেরিকা ! এর জন্য দায়ী পূর্বতন বাইডেনের ডেমোক্রেটিক প্রশাসন ৷ আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার মিডিয়া ফক্স নিউজ টেলিকাস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমেরিকার খরচ নিয়ে এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন ধনকুবের তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ ইলন মাস্ক ৷
জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্স-এর কর্ণধার মাস্ক আশঙ্কা প্রকাশ করেন, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প উত্তরাধিকার সূত্রে 2 ট্রিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক ঘাটতি পেয়েছেন ৷ এই ঘাটতিকে নিয়ন্ত্রণ করতে না-পারলে আমেরিকা একদিন দেউলিয়া হয়ে যাবে ৷
কোষাগার থেকে অন্যান্য দেশে মার্কিন অর্থসাহায্য বন্ধ করেছে দ্বিতীয় ট্রাম্প প্রশাসন ৷ ইউএআইডি-র খরচ কমানোই প্রশাসনের উদ্দেশ্য ৷ এই খাতে গরিব দেশগুলিকে বিভিন্ন জনকল্যাণমুখী প্রজেক্টে সাহায্য করত আমেরিকা ৷ কিন্তু, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ইলন মাস্ক এই ইউএসআইডি-র খরচ নিয়ে কড়া সমালোচনা করেন ৷ তিনি বলেন, "সাধারণ আমেরিকান, যিনি কর দিচ্ছেন, তিনি যদি দেখেন তাঁর টাকা কীভাবে অপচয় হচ্ছে, তাহলে তাঁর অবস্থা নরকে গিয়ে পাগল হওয়ার মতোই হবে ৷"
মাস্ক আরও বলেন, "সর্বোপরি লক্ষ্য হল এই ট্রিলিয়ন ডলারের ঘাটতি কমিয়ে আনা ৷ এই ঘাটতি কমানো না-গেলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে ৷ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ৷ মানুষকে বুঝতে হবে ৷ দেশ ও তাঁর একজন নাগরিকের মধ্যে খুব একটা পার্থক্য নেই ৷ একজন নাগরিক যদি প্রয়োজনের বেশি খরচ করেন, তাহলে তিনি দেউলিয়া হয়ে যাবেন এবং সেইভাবে দেশও ৷ অর্থের ব্যাপক অপচয় হচ্ছে, জালিয়াতি হচ্ছে ৷ এর ফলেই বছরে 2 ট্রিলিয়ন ঘাটতি তৈরি হয়েছে ৷ 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর তিনি (প্রেসিডেন্ট ট্রাম্প) এটাই পেয়েছেন ৷"